নিউ ইয়র্ক টাইমসের মতামত বিভাগের সম্পাদকের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের মতামত বিভাগের সম্পাদক জেমস বেনেট পদত্যাগ করেছেন। বর্ণবাদবিরোধী আন্দোলন দমনে সেনা মোতায়েনের প্রস্তাব করে রিপাবলিকান সিনেটর টম কটনের লেখা বিতর্কিত নিবন্ধ 'সেন্ড ই দ্য ট্রুপস' প্রকাশের পর থেকেই তীব্র সমালোচনার মুখে ছিলেন তিনি। বার্তাকক্ষে সৃষ্ট ক্ষোভ ও প্রতিবাদের মুখে তাকে সরে যেতে হলো।

noname

এক বিবৃতির মাধ্যমে জেমস বেনেটের পদত্যাগের তথ্য জানিয়েছেন নিউইয়র্ক টাইমসের প্রকাশক এজি সুলজবার্গার। এতে বলা হয়, মতামত পাতার উপ-সম্পাদক জিম ডা-ও সরে যাচ্ছেন। তিনি অন্য একটি বিভাগের দায়িত্ব নেবেন। আর  এখন থেকে উপসম্পাদক কেটি কিংসবারি সম্পাদকীয় পৃষ্ঠার দায়িত্ব পালন করবেন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, আরাকানসাস অঙ্গরাজ্যের রিপাবলিকান টম কটন তার লেখায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিলেন। ট্রাম্পের এই বক্তব্য যদিও খোদ সেনাবাহিনী, পেন্টাগন ও সাবেক সেনা কর্মকর্তাদের তীব্য অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তবে অনুরূপ বক্তব্য উপস্থাপন করে লেখা একটি নিবন্ধ যখন নিউইয়র্ক টাইমস প্রকাশ করে, তখন সবাই বিস্মিত হয়েছিল।

শুরুতে পত্রিকাটির প্রকাশক সম্পাদকীয় বিভাগের এমন অবস্থানের পক্ষ নিলেও পরে তীব্র প্রতিবাদের মুখে তারা জানায়, 'এটি নিউইয়র্ক টাইমসের  সঙ্গে যায় না।'