অক্সফামের প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত দুই কোটি মানুষ

জলবায়ু পরিবর্তনের কারণে গত এক দশকে বিশ্বের নানা প্রান্তে দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দারিদ্র্যবিরোধী দাতব্য সংস্থা অক্সফামের সর্বশেষ গবেষণায় এই পরিসংখ্যান উঠে এসেছে। গবেষকরা বলছেন, বেশির ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছে ঘূর্ণিঝড়, বন্যা ও দাবানলের কারণে। গত মে মাসে ঘূর্ণিঝড় ফনির কারণে বাংলাদেশ ও ভারতে ৩৫ লাখ মানুষ ঘর-বাড়ি হারিয়েছে।

CA76C931-05AE-4BF3-B7B3-8D14FB33F250_w1023_r1_s

জাতিসংঘের উদ্যোগে স্পেনের মাদ্রিদে কপ-২৫ লিডার্স সামিট শুরুর আগে অক্সফাম তাদের গবেষণা প্রতিবেদন হাজির করেছে। এতে ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার হওয়া মানুষের কথা উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, যুদ্ধে যে পরিমাণ মানুষ বাস্তুচ্যুত হয়, তার তিন গুণেরও বেশি মানুষ ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছে বন্যা ও দাবানলে।

অক্সফামের জলবায়ুবিষয়ক পলিসির শীর্ষ ব্যক্তি টিম গোরে বলেন, কিউবা, ডমিনিকা, টুভালুর মতো দ্বীপরাষ্ট্রগুলো গড়ে প্রতি বছর তাদের মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশকে বাস্তুচ্যুত হিসেবে দেখতে পেয়েছে। অর্থাৎ তাদের বাড়ির বাইরে থাকতে হয়েছে।

টিম গোরে বলেছেন, ‘বিশ্ব উষ্ণ হয়ে গেছে। দীর্ঘদিন থেকে আমরা এ ব্যাপারে সতর্ক করেছি। এখন আমরা নিজের চোখেই দেখছি কতোটা ভয়াবহভঅবে দুর্যোগ হানা দিচ্ছে। এসব বিপর্যয় বহু দরিদ্র দেশকে এমন এক অবস্থানে নিয়ে যায় যে, তারা ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আরেকটি বিপর্যয় তাদেরকে আঘাত করে।’