খরচ কমাতে বিদেশ সফরের বিরতিতে কোনও হোটেলে ওঠেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মোদির কাছে খরচ বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ। যেকোনও বিদেশ সফরের যাত্রাবিরতি কিংবা কারিগরি বিরতির সময় তিনি বিমানবন্দর টার্মিনালেই বিশ্রাম নেন। কোনও পাঁচতারকা হোটেলে ওঠেন না।
বুধবার অমিত শাহ আরও বলেন, নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে খুবই নিয়ম মেনে চলেন মোদি। বিদেশ গেলে তিনি সঙ্গে ২০ শতাংশ কম কর্মী নেন। বহরে বেশি গাড়ি নেওয়াও পছন্দ নয় তার। আগে সরকারি কর্মকর্তারা আলাদা আলাদা গাড়ি ব্যবহার করতেন। এখন সবাই বাসে কিংবা বড় গাড়িতে যান।
স্পেশাল প্রটেকশন গ্রুপের সংশোধনী বিল নিয়ে চলা বিতর্কে অমিত শাহ অভিযোগ করেন বিশেষ এই নিরপত্তা দানকারী গোষ্ঠীকে অপব্যবহার করেছে গান্ধী পরিবার। কিন্তু মোদি বিগত বছরগুলোতে কখনোই নিরাপত্তা ছকের বাইরে যাননি।
স্বরাষ্ট্রমনত্রী বলেন, কখনও কখনও নিরাপত্তার ব্যাপারটি স্ট্যাটাসের প্রতীক হয়ে দাঁড়ায়, কখনও এটি ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায় যা যখন ইচ্ছা ভাঙাও যায়। কিন্তু নরেন্দ্র মোদি সবসময়ই নিরাপত্তা প্রটোকল মেনে চলেন।
এর আগে কংগ্রেস সদস্য গৌরভ গোগই অভিযোগ করেন ২০১৭ সালে গুজরাটে একটি সমুদ্রবিমানে চলার সময় নিরাপত্তা প্রটোকল ভঙ্গ করেন তিনি। জবাবে অমিত শাহ বলেন, ওই বিমানটিতে তল্লাশি চালায় এসপিজি সদস্যরা। তার ভেতরে অবস্থানও করেন। এছাড়া সেটা কোনও আনন্দভ্রমণ ছিলো না। গুজরাটে পর্যটনকে সমুন্নত করতে সেখানে গিয়েছিলেন তিনি।