ইসরায়েলের স্বীকৃতি স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের ক্ষমতাসীন দল প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন (পিএলও)। সোমবার দলটির কেন্দ্রীয় কাউন্সিল জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত না পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর দিয়ে ১৯৬৭ সালের আগের সীমান্তে ফিরে যাচ্ছে তেল আবিব ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের স্বীকৃতি স্থগিত থাকবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
রামাল্লায় দুই দিনের বৈঠক শেষে সোমবার পিএলও’র কেন্দ্রীয় কাউন্সিল জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার ইতি টানবে পিএলও এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এছাড়া ১৯৯৪ সালের প্যারিস ইকনোমিক প্রটোকলের আওতায় অর্থনৈতিক চুক্তিগুলোও স্থগিত করা হবে। সরে আসা হবে অসলো চুক্তি থেকে। ইসরায়েল অব্যাহতভাবে দ্বিপাক্ষিক চুক্তিগুলো অগ্রাহ্য করায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য এতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পিএলও’র নির্বাহী কাউন্সিলের অনুমোদনের প্রয়োজন হবে।
বৈঠকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল হামাসের প্রতি ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তি মোকাবিলায় মিসরের মধ্যস্থতায় একমত হওয়া সব চুক্তি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। শান্তি আলোচনায় জেরুজালেমের এক বিশেষ গুরুত্ব রয়েছে। এই শহরটি ইসলাম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মেরই তীর্থস্থান। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পুরো জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে শতাধিক বসতি স্থাপন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে নারাজ। সূত্র: আনাদোলু এজেন্সি।