সাইটের টুইটে বলা হয়, ‘আমাক এজেন্সির খবরে বলা হয়েছে আইএস যোদ্ধারা বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহে এক হিন্দু পুরোহিতকে হত্যা করেছে।’
মঙ্গলবার সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে মোটরসাইকেলে করে আসা তিন যুবক আনন্দকে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনার পেছনেও জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে শুরুতেই সন্দেহের কথা জানিয়েছিলেন সহকারি পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল।
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু এবং নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান মুদি দোকানি সুনীল গোমেজকে হত্যার একদিন পর এ হত্যার ঘটনা ঘটলো। সূত্র: সাইট ইন্টেলিজেন্সের টুইট
/এফইউ/