রুনা খান, মডেল ও অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন সাহসী নারী। সমাজের আর পাঁচটা নারীর মতো তিনিও যুদ্ধ করেই সমাজে টিকে আছেন।
বর্তমানে দেশ এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে নারীদের ওপর যে অত্যাচার, নিপীড়ন চলছে, তা সবাইকে হতবাক করে দিয়েছে। দেশের আর পাঁচটা সচেতন মানুষের মতো রুনা খানও আতঙ্কিত এই পরিস্থিতিতে।
একজন নারী হিসেবে এই দেশে আপনি কতটুকু নিরাপদ বোধ করেন? এই প্রশ্নের উত্তরে রুনা খান একটু ভেবে বলেন, ‘আসলে সত্যি কথা বললে, কখনোই খুব বেশি নিরাপদ বোধ করি না। কয়েক দিন আগেই আমি কথা প্রসঙ্গে বলছিলাম, একটু রাত হলে এ দেশে বাইরে বের হওয়ার জন্য একজন পুরুষের সঙ্গে অন্য কাউকে লাগে না, কিন্তু একজন নারীর বাইরে বেরোতে হলে সঙ্গে কাউকে না কাউকে প্রয়োজন। অন্য নারীরা নিরাপদ বোধ করেন কিনা জানি না, অন্তত আমি আমি নিজে নিরাপদ বোধ করি না।’