টানা ৭ বছরের অপেক্ষা শেষে জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘দ্য এক্স ফাইলস’-এর ১২তম সিজন আসছে। আবারও মুল্ডার ও স্কুলি সিরিজটির ১২তম সিজনে এক হচ্ছেন। চলতি বছরের ১৬ ও ১৭ ফেব্রুয়ারি, ফক্স এবং হুলুতে প্রিমিয়ার হবে সিরিজটির। এই সিজনে মোট পর্ব থাকবে ১০টি।
১২তম সিজনে, বিশ্বব্যাপী ভাইরাল হওয়া একটি ঘটনা এবং মানবতার জন্য হুমকিস্বরূপ ষড়যন্ত্রের তদন্ত করবেন এফবিআই অ্যাজেন্ট মুল্ডার ও স্কুলি। তারা তাদের সবচেয়ে অন্ধকার ভয়ের মুখোমুখি হবেন এবারের সিজনে। এই সিজনটি সাসপেন্স এবং ষড়যন্ত্রের জন্ম দেবে।
ডেভিড ডুচভনি এবং জিলিয়ান অ্যান্ডারসন যথাক্রমে ফক্স মুল্ডার ও ডানা স্কুলির ভূমিকায় অভিনয় করেছেন। গোয়েন্দা ঘরানার ওপর বিশাল প্রভাব ফেলা সিরিজ ‘দ্য এক্স-ফাইলস-এর স্রষ্টা ক্রিস কার্টার।