ওটিটিতে ‘ফাতিমা’

এক নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ‘ফাতিমা’ সিনেমাটি। পরিবার ছেড়ে ঢাকা শহরে একটি মেয়ের নতুন করে জীবন শুরু করার সংগ্রাম নিয়ে গল্প। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

গেল বছরের ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবার আসছে ওটিটিতে। ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি।‘ফাতিমা’ সিনেমার একটি দৃশ্য সিনেমার নির্মাতা ধ্রুব হাসান গণমাধ্যমকে বলেন, “গত বছরই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে ওটিটিতে ‘ফাতিমা’র মুক্তি পিছিয়ে যায়।”

এর মধ্যে দুইটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে ‘ফাতিমা’ সিনেমাটি। ঢাকা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হয় ‘ফাতিমা’ সিনেমার একটি দৃশ্য ‘ফাতিমা’সিনেমার নির্মাণ শুরু হয়েছিলো প্রায় আট বছর আগে। কাজ শুরু হওয়ার পর মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমার কাজ। অনেক বাধা বিপত্তি পেরিয়ে নির্মাণ শেষ করেন নির্মাতা ধ্রুব হাসান। তখন সিনেমার নাম দেওয়া হয়েছি্লো ‘দাহকাল’। কিন্তু পরবর্তীতে এর নাম রাখা হয় ‘ফাতিমা’। ‘ফাতিমা’ সিনেমার একটি দৃশ্য গত বছর ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় ‘ফাতিমা’। ফারিণ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী সুজন, সুমিত সেনগুপ্ত প্রমূখ।