ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। আবারও জুটি বাঁধলেন তারা। ভালোবাসা দিবস উপলক্ষে ‘তোমায় পাবো কি?’ নাটকে দেখা যাবে তাদের রসায়ন।
‘তোমায় পাবো কি?’ নাটকে ইয়াশ রোহান রুদ্র নামের চরিত্রে অভিনয় করেছন। অন্যদিকে চিত্রা নামের চরিত্রে অভিনয় করেছেন তটিনী।‘তোমায় পাবো কি?’ নাটকে ইয়াশ রোহাননাটকের গল্প এমন- রুদ্র গায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে চেষ্টা করছে। তার আশা, একটা জুতসই সুযোগ পেলেই ভাগ্য বদলে যাবে তার। সেই অপেক্ষায় আছে সে। অন্যদিকে চিত্রা একটি ছিমছাম পরিবারে বেড়ে উঠেছে। রুদ্র’র সঙ্গে তার কয়েক বছরের সম্পর্ক। এতদিনের সম্পর্কে সে একবারের জন্যও রুদ্রকে হতাশ হতে দেয়নি। রুদ্র যখনই ভেঙে পড়েছে, প্রতিবার স্তম্ভ হয়ে তার পাশে দাঁড়িয়েছে চিত্রা। এরমধ্যে চিত্রা সিদ্ধান্ত নেয়, পোস্ট-গ্রাজুয়েশন করতে অস্ট্রেলিয়া যাবে। তবে যাওয়ার আগে বিয়ে করার চাপ দেয় পরিবার। চিত্রা তখন রুদ্র’র কথা জানায়। কিন্তু তারা এই বেকার ছেলেকে মানতে নারাজ। একইভাবে রুদ্র পায়ের তলার মাটি শক্ত না থাকায় বিয়ে করতে রাজি হয় না। ফলে মেয়েটি কষ্ট নিয়ে চলে যায় বিদেশে। রুদ্র একসময় গানের বড় তারকা বনে যায়। চিত্রা গ্রাজুয়েশন শেষ করে দেশে ফেরে। সে রুদ্র’র সঙ্গে দেখা করতে চায়। তাদের কি আদৌ দেখা হবে আবার? সেই উত্তর মিলবে নাটকে।
চট্টগ্রামের সিআরবি, বাটালি হিল, পতেঙ্গা, বায়েজিদ লিঙ্ক রোড, পারকি বিচ, নিউ মার্কেট, চারুকলায় ১৩-১৭ জানুয়ারি নাটকটির শুটিং হয়েছে।‘তোমায় পাবো কি?’ নাটকের একটি দৃশ্য ‘তোমায় পাবো কি?’ নাটকের চিত্রগ্রহণে নাজমুল হাসান।
‘তোমায় পাবো কি?’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। তিনি বলেন, ‘আমার এখন পর্যন্ত সবচেয়ে যত্নে বানানো নাটক এটি। মায়া আর আবেগ দিয়ে নির্মাণের চেষ্টা করেছি। এটি আমার কাছে নতুন একটা এক্সপেরিমেন্ট। লেখা থেকে শুরু করে পোস্টপ্রোডাকশনের কাজ অবধি রুদ্র ও চিত্রাকে আমার মনের ভেতরে ধারণ করে রেখেছি। দর্শকরা আমাদের কাজ পছন্দ করলেই সব কষ্ট সার্থক হবে।’
উল্লেখ্য, ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘তোমায় পাবো কি?