উপমহাদের প্রখ্যাত ও গুণী সংগীতশিল্পী এ এর রাহমান কাজ করেন নির্দিষ্ট সময়সূচি মেনে। অন্যদের সঙ্গে তার দৈনন্দিন রুটিনের কোন মিল নেই বললেই চলে। কারণ তিনি রাতে কাজ করেন, আর দিনে ঘুমান। এমনকি তিনি ঘরের বাইরে দিনে বেরই হন না প্রয়োজন ছাড়া, বের হন রাতে।
খবরটি জানিয়েছেন খোদ এ আর রাহমান। তিনি এও বলেন যে, সকালে ঘুম থেকে ওঠা তার কাছে বিরক্তিকর মনে হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দিনের ব্যস্ততার তুলনায় রাতের নীরবতায় আরও ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন।
মুম্বাইয়ের ভারী যানজট মোকাবেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি কখনও দিনের বেলা ভ্রমণ করি না। আমি রাতের বেলা বের হই, কারণ রাতে কোন যানজট থাকে না। আমি যে কোন জায়গায় যেতে পারি। মূলত আমি রাতের পেঁচা! মাঝে মাঝে ভোরে দরগায় যাই এবং যানজট শুরু হওয়ার আগে আমি ঘুমিয়ে পড়ি। ‘তাল’ সিনেমার সময় থেকে এটা হয়ে আসছে।’
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস