দীর্ঘদিন পর দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ড. অণিমা রায় যুক্তরাষ্ট্র ভ্রমনে গিয়েছেন। তবে পারিবারিক ভ্রমন হলেও এবারের যাত্রায় নিউইয়র্ক, ডালাসসহ বেশ কিছু রাজ্যে সংবর্ধনা জানানো হয় এই গুণী শিল্পীকে।
১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো শহরে এক আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গী ত শিল্পী ড. অণিমা রায়কে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বায়োস্কপ ফিল্মস।
সানফ্রানসিসকোর ফ্রিমন্ট এলাকার একটি অডিটরিয়ামে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেন বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রুবনা রশীদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী নন্দিতা ইয়াসমিনসহ একাধিক শিল্পানুরাগী।
আয়োজনের নাম ছিল ‘বৈশাখে রবীন্দ্র সঙ্গীতের আসর’। অনুষ্ঠানের শুরুতে শায়লা জামান দিনা ও রাজশ্রীর গানের পর মূল পরিবেশনায় ১৫ টি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান কন্ঠশিল্পী ড. অণিমা রায়।
শিল্পী তার অনুষ্ঠান শেষ করেন দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির মাধ্যমে। মুগ্ধ দর্শকেরা তখন দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও কেঁদে ওঠেন স্বদেশকে মনে করে!
অনুষ্ঠানের একটি অংশে ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ পরিবেশনা অণিমা রায়ের গানের সাথে রাজ হামিদের আবৃত্তি ও নওশাবা রুবনা রশীদের ক্লাসিকাল নৃত্য অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
শিল্পীর পরিবেশনায় ছিল আকাশ ভরা সূর্যতারা, এরা সুখের লাগি, গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ, কতবারো ভেবেছিনু, প্রান চায় চক্ষু না চায়সহ একাধিক রবীন্দ্রসঙ্গীত ও তিন কবির গানের পরিবেশনা।
বলা দরকার, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যারীন তাসনিম পুলম। যন্ত্রানুসঙ্গে ছিলেন তবলায় প্রদোষ সরকার, কী-বোর্ডে সুজন বিন ওয়াদুদ, গিটারে রায়ান মঈনুদ্দিন।