সংসার ভাঙার গুঞ্জন উঠলো সংগীতশিল্পী হৃদয় খানের। মডেল সুজানা জাফরের সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল হৃদয় খান ও হুমায়রার।
বারবার বিয়ে ও বিচ্ছেদের কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন হৃদয় খান। যথারীতি তিনি বিয়ে বিচ্ছেদ নিয়ে আবারও আলোচনায়।
এ বিষয়ে হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খান গণমাধ্যমকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। কোনও তথ্যও নেই আমার কাছে। আর হৃদয়ের সঙ্গে এ ব্যাপারে কথাও হয়নি।’
অন্যদিকে সংসার ভাঙার বিষয়ে হৃদয় খান গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি খুব সেনসিটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনও কথা বলতে চাই না।’
বলা প্রয়োজন, ২০১৫ সালের ১ আগস্ট, ক্যারিয়ারের একদম শুরুর দিকে সুজানা জাফরকে বিয়ে করেন হৃদয়। বয়সে বড় সুজানাকে বিয়ে করে বেশ আলোচিত-সমালোচিত হন তিনি। কিন্তু সে সংসার বেশি দিন টেকেনি। ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের বিচ্ছেদ হয়ে যায়।
উল্লেখ্য, হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে। পূর্ণিমা আকতার নামের একজনকে এর আগে বিয়ে করেছিলেন হৃদয়।