ভালোবাসা দিবসে প্রকাশ পাচ্ছে বলিউডের সংগীতশিল্পী সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি সাহার গাওয়া বাংলা গান ‘বৃষ্টি বিলাস’। খবরটি নিজেই জানিয়েছেন সিঁথি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিঁথি নিজের ফেসবুক ওয়ালে লেখেন, ‘এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান ‘বৃষ্টি বিলাস’। আমার সাথে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।’
এ বিষয়ে গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে ‘বৃষ্টি বিলাস’ গানটি তৈরি করেছিলেন। তখনই তার মনে হয়েছিল, ‘বৃষ্টি বিলাস’ দ্বৈত গানে রূপান্তরিত করা যেতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন। একবার শুনেই গানটি পছন্দ করেন সেলিম। এমনকি গানটি গাওয়ার প্রস্তাবেও সাড়া দেন। এভাবেই ‘বৃষ্টি বিলাস’ গানের জন্ম।’
‘বৃষ্টি বিলাস’ ছাড়াও সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়া নিয়েও ভাবছেন সিঁথি।
উল্লেখ্য, গানটি সিঁথির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।