জাতিসংঘের শরণার্থী সংস্থা ‘ইউএনএইচসিআর’-এর শুভেচ্ছাদূত এবং বিশেষ দূত হিসেবে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি ১৯ এপ্রিল একটি ইনস্টাগ্রাম স্টোরিতে গাজা সম্পর্কে একটি প্রতিবেদন শেয়ার করে গাজার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
জোলির শেয়ার করা পোস্টে মানবিক সহায়তা গোষ্ঠী গাজার পরিস্থিতিকে ‘ফিলিস্তিনিদের এবং তাদের সাহায্যকারীদের জন্য গণকবর’ হিসেবে বর্ণনা করেছে।
পোস্টে বলা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনী যখন গাজা উপত্যকায় আকাশ, স্থল এবং সমুদ্রপথে তাদের সামরিক আক্রমণ পুনরায় শুরু করছে এবং তা বাড়িয়েই চলছে, জোরপূর্বক মানুষকে বাস্তুচ্যুত করছে এবং ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় সাহায্য আটকে দিচ্ছে, তখন ফিলিস্তিনিদের জীবন আবারও পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে।’
এটি ইসরায়েলি কর্তৃপক্ষকে জরুরিভাবে গাজার উপর থেকে অমানবিক এবং ধ্বংসাত্মক অবরোধ তুলে নেওয়ার এবং ফিলিস্তিনিদের পাশাপাশি মানবিক ও স্বাস্থ্যসেবা কর্মীদের জীবন রক্ষা করার আহ্বান জানিয়েছে।
এমনকি, পোস্টটিতে যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার আশাও প্রকাশ করা হয়েছে।
তবে এবারই প্রথম নয়, জোলি এর আগেও গাজার পাশে দাঁড়িয়েছিলেন। বছর দেড়েক আগে, গাজাকে সমর্থন করে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন তিনি।
বলা প্রয়োজন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ৫১,০০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
সূত্র: মিডল ইস্ট মনিটর