অস্কারের একটি রেকর্ড অক্ষুণ্ন রেখে আরেকটি গড়লেন এই অভিনেতা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা অভিনেতা বিভাগে প্রথম দুই মনোনয়নের বিপরীতে দুটিতেই পুরস্কার জয়ের রেকর্ড গড়লেন অ্যাড্রিয়েন ব্রডি। ৯৭তম অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ দ্বিতীয়বারের মতো তাকে এই সম্মান এনে দিয়েছে। এতে হাঙ্গেরীয়-ইহুদি অভিবাসী স্থপতির ভূমিকায় অভিনয় করেছেন তিনি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন জীবন গড়ার জন্য আমেরিকান স্বপ্নের পেছনে ছোটে।

২০০৩ সালে রোমান পোলানস্কি পরিচালিত ‌‘দ্য পিয়ানিস্ট’ ছবির সুবাদে প্রথমবার সেরা অভিনেতা বিভাগে অস্কার জয় করেন অ্যাড্রিয়েন ব্রডি। তখন তার বয়স ছিল ২৯ বছর। দীর্ঘ ২২ বছর পর এবারের আসরে এসে দ্বিতীয়বার অস্কারের মনোনয়ন পেলেন তিনি। এবারও সোনালি ট্রফি উঠলো তার হাতে।

৫১ বছর বয়সী অ্যাড্রিয়েন ব্রডি দ্বিতীয়বার অস্কার জিতে নিজের একটি রেকর্ড অক্ষুণ্ন রাখলেন। অস্কারের ইতিহাসে সেরা অভিনেতা বিভাগে এখনও তিনিই সর্বকনিষ্ঠ বিজয়ী। এবারের আসরে তাকে হটিয়ে আমেরিকান-ফরাসি অভিনেতা টিমোতি শ্যালামে জিতে গেলে সর্বকনিষ্ঠ বিজয়ী হয়ে যেতেন। সেরা অভিনেতা বিভাগে তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন কোলম্যান ডমিঙ্গো (সিং সিং), র‌্যালফ ফাইনস (কনক্লেভ) ও সেবাস্টিয়ান স্ট্যান (দি অ্যাপ্রেন্টিস)।

অস্কার জয়ের পর বাবা এলিয়ট ব্রডির সঙ্গে অ্যাড্রিয়েন ব্রডি

অস্কারের ইতিহাসে দু’বার করে সেরা অভিনেতার পুরস্কার জয়ীদের অভিজাত ক্লাবে যোগ দিলেন অ্যাড্রিয়েন ব্রডি। তালিকায় আরও আছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস, ওয়েলশ অভিনেতা অ্যান্থনি হপকিন্স, আমেরিকান অভিনেতা টম হ্যাঙ্কস, জ্যাক নিকোলসন ও স্পেন্সার ট্রেসি। 

অ্যাড্রিয়েন ব্রডির মা বিখ্যাত আলোকচিত্রী সিলভিয়া প্লাচি একসময় হাঙ্গেরি থেকে পালিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় চলে আসেন। ‘দ্য ব্রুটালিস্ট’ ছবিতে তার অভিনীত স্থপতি লাসলো টথের পথচলার মাঝে রয়েছে সেই সত্যি ঘটনার প্রতিধ্বনি।

গতবারের সেরা অভিনেতা কিলিয়ান মারফি এবারের সেরা অভিনেতার নাম ঘোষণার পর পুরস্কার নিতে অস্কার মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় ঘুরে দাঁড়িয়ে মুখ থেকে চিউইং গাম বের করে প্রেমিকা জর্জিনা চ্যাপম্যানের দিকে ছুড়ে মারেন অ্যাড্রিয়েন ব্রডি। জর্জিনা সেই ক্যাচ লুফে নেন!

সেরা অভিনেতা বিভাগে অস্কার জয়ের পর বক্তব্য রাখছেন অ্যাড্রিয়েন ব্রডি

দ্বিতীয়বার অস্কার জয়ের পর মঞ্চে দাঁড়িয়ে অ্যাড্রিয়েন ব্রডি বলেন, ‘অভিনয় খুবই ক্ষণস্থায়ী পেশা। এটি দেখতে খুবই চাকচিক্যময় লাগে। কিছু কিছু মুহূর্তে ব্যাপারটা তেমনই। তবে আমরা ক্যারিয়ারের যেখানেই থাকি না কেন কিংবা যা কিছু অর্জন করি না কেন সেসব বড় কোনও বিষয় নয়। জৌলুস-খ্যাতি সবকিছুই যখন-তখন হারিয়ে যেতে পারে। আজকের এই রাত এত বিশেষ লাগছে কারণ আমি সেসব বুঝি ও আমি যে কাজ ভালোবাসি সেটি করতে পারায় কৃতজ্ঞ।’

পাঁচ মিনিটের বক্তব্যে অ্যাড্রিয়েন ব্রডি যোগ করেন, ‘যুদ্ধ, নিপীড়ন, ইহুদি-বিদ্বেষ, বর্ণবাদের দীর্ঘ যন্ত্রণা ও এসবের প্রতিফলনকে উপস্থাপন করে আমি আবারও এখানে এসেছি। আমি একটি সুন্দর, আনন্দময় ও সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক পৃথিবীর জন্য প্রার্থনা করি। আমার বিশ্বাস, যদি অতীত আমাদের কিছু শেখাতে পারে তাহলে সে মনে করিয়ে দেয় ঘৃণায় কখনোই কোনও লাভ হয় না।’

ক্যারিয়ারে গুণী অনেক নির্মাতার ছবিতে অভিনয় করেছেন অ্যাড্রিয়েন ব্রডি। তাদের মধ্যে উল্লেখযোগ্য– উডি অ্যালেন, পিটার জ্যাকসন, স্পাইক লি, ওয়েস অ্যান্ডারসন, ব্যারি লেভিনসন, টেরেন্স ম্যালিক ও স্টিভেন সোডারবার্গ। তার অভিনীত মধ্যযুগীয় অ্যাকশনধর্মী ছবি ‘এম্পারার’ মুক্তির অপেক্ষায় আছে।

‘দ্য ব্রুটালিস্ট’ ছবিতে অ্যাড্রিয়েন ব্রডি (ছবি: এ২৪)

ব্র্যাডি কোর্বে পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’ সেরা অভিনেতা ছাড়াও সেরা চিত্রগ্রহণ (লল ক্রলি) আর সেরা মৌলিক আবহ সংগীত (ড্যানিয়েল ব্লুমবার্গ) বিভাগে অস্কার জিতেছে। রবিবার (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে পুরস্কার বিতরণ করা হয়। আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করেছেন। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হয়েছে জমকালো অনুষ্ঠানটি।