হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জোলি। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের ৩০ জানুয়ারি বিবাহবিচ্ছেদ চুড়ান্ত হয় তাদের। প্রেম ও দাম্পত্য মিলিয়ে এই জুটি প্রায় ১২ বছর সম্পর্কে ছিলেন।
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাহবিচ্ছেদের ঘোষণার পর, পিটের প্রাক্তন স্ত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে জোলির একটি কথোপকথনের খবর সামনে এসেছে।
দ্য ডেইলি রেকর্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ওয়ার্নার ব্রস স্টুডিওতে ফ্রেন্ডস সেটের পার্কিং লটে জোলির সাথে দেখা করেছিলেন অ্যানিস্টন।
ব্র্যাড পিট ও জ্যানিফার অ্যানিস্টন ২০০০-২০০৫ সাল পর্যন্ত দাম্পত্য সম্পর্কে ছিলেন। ২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে অ্যাঞ্জেলিনার প্রেমে পড়েছিলেন পিট। তখনও পিট আইনত জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিয়ের সম্পর্কে ছিলেন।
বলা প্রয়োজন, ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ছয় সন্তান রয়েছে। জোলি ২০০২ সালে কম্বোডিয়া থেকে তার প্রথম সন্তান ম্যাডক্সকে দত্তক নিয়েছিলেন। ২০০৫ সালে তিনি ইথিওপিয়ান এতিমখানা থেকে জাহারাকে দত্তক নেন। ২০০৬ সালে জোলি নিজের প্রথম সন্তান শিলোকে জন্ম দেন। ২০০৭ সালে পুনরায় প্যাক্সকে দত্তক নেন এবং ২০০৮ সালে যমজ নক্স ও ভিভিয়েনের জন্ম দেন জোলি।
সূত্র: এনডি টিভি