‘স্কুইড গেম ৩’ সিরিজে থাকছেন কি লিও?  

‘স্কুইড গেম’, নেটফ্লিক্সের একটি অত্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ। স্বাভাবিকভাবেই যখন ঘোষণা এসেছিলো, আসতে যাচ্ছে এর ৩য় সিজন, অনুরাগীরা দারুণ খুশি হয়েছিলেন। এরপর যখন আবার জানা যায়, এখানে যুক্ত হচ্ছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, এটা আরও বেশি আনন্দিত করে সবাইকে। কিন্তু আসলেই কি ‘স্কুইড গেম ৩’ সিরিজে কাজ করেছেন লিও? 

সুম্পির মতে, নেটফ্লিক্স জানিয়েছে লিওনার্দো’র কাজ করার যে গুজব তৈরি হয়েছিলো তা সম্পূর্ণ ভিত্তিহীন। খবরটি লিও ভক্তদের জন্য বিশাল দুঃসংবাদই বটে।   

গুঞ্জন শুরু হয়েছিলো, লিওনার্দো সিজন ৩- এর জন্য একটি ক্যামিও শুট করেছেন। এমনকি এটি করা হয়েছে গোপনীয়ভাবে। এতে তার খুব ছোট একটি চরিত্র রয়েছে বলেও জানা যায়। বিষয়টি লুকিয়ে রাখা হয়েছিলো যাতে স্পয়লার না দেয় কেউ এবং দর্শক লিওকে দেখে চমকে যায়। 

তবে এই গুজব নেটফ্লিক্স একেবারে উড়িয়ে দিয়েছে। নেটফ্লিক্সের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। ‘স্কুইড গেম ৩’ সিরিজে লিওনার্দো ডিক্যাপ্রিও’র থাকার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix Korea | 넷플릭스 코리아 (@netflixkr)

অন্যদিকে, ভক্তরা রোমাঞ্চিত হয়েছিলো যখন নির্মাতা জানিয়েছিলেন যে, ২০২৫ সালের প্রথমদিকেই সিজন ৩ এর প্রিমিয়ার হবে। এরই মধ্যে সিজন ৩ -এর পোস্টার শেয়ার দেওয়া হয়েছে। আর এতেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কী আছে ৩য় সিজনে।   

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘স্কুইড গেম ২’ প্রথম সপ্তাহে ৬৮ মিলিয়ন ভিউ অর্জন করেছিলো যা রেকর্ড তৈরি করে। সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং দং-হিউক। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ জনপ্রিয় কোন টিভি সিরিজ।

সূত্র: এনডি টিভি