দীর্ঘ ৮ বছর আইনি লড়াই শেষে অবশেষে বিবাহ বিচ্ছদের সমঝোতা করতে পেরেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। জোলির আইনজীবী খবরটি জানিয়েছেন। তবে পিটের আইনজীবী এ বিষয়ে এখনও কথা বলেননি। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
জোলি ও পিট বিয়ে করেন ২০১৪ সালে। ২০১৬ সালে জোলি আদালতে ডিভোর্সের জন্য আবেদন করেন। কারণ হিসেবে তিনি ‘অমিমাংসিত মতবিরোধের’ কথা উল্লেখ করেন।
তাদের রয়েছে ৬ সন্তান। একসময় তাদের অভিভাবকত্ব কে নেবেন, এই নিয়ে তিক্ত লড়াই শুরু হয় জোলি ও পিটের। ২০২১ সালে আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত দেয়।
জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন। অন্যদিকে এটি ছিল ব্র্যাড পিটের দ্বিতীয় বিয়ে। তিনি জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন।