রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে জুটি বাঁধেন আফরান নিশো এবং তমা মির্জা। এটি ডুপারডুপার হিট হয়। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতরে এই জুটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেছেন ‘দাগি’।
মুক্তির পাওয়ার পর ‘দাগি’র প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সবাই। বিশেষকরে নিশো এবং তমার অভিনয় নিয়ে আলাভাবে প্রসংশা করেছেন সবাই। মুক্তির এতদিন পরে এসেও এখনও প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে সিনেমাটি।
দেশে মুক্তির পাশাপাশি সিনেমাটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে। নতুন খবর হলো, ‘দাগি’ এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে।
জানা গেছে, ২৫ এপ্রিল থেকে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে দেখা যাবে সিনেমাটি। এটি পরিবেশিত হচ্ছে বায়োস্কোপ ফিল্মস এর ব্যানারে।
নিউইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে সাতদিনব্যাপী ‘দাগি’র ২১টি শো হবে।
মুক্তির দিন থেকে নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটল্যান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেল, ওকলাহোমা সিটিসহ বেশ কয়েকটি সিটিতে সিনেমাটি দেখা যাবে।
এছাড়াও মে মাসের প্রথম সপ্তাহ থেকে ‘দাগি’ দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরো বিভিন্ন দেশে।
এমন একটি খবরে দারুণ খুশি নির্মাতা শিহাব শাহীন। তিনি গণমাধ্যমকে বলেন, “দেশের বাইরেও হাউসফুল শো যাচ্ছে ‘দাগি’। এখনো সামনে আরো বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তি পাবে, সেখান থেকেও একই রকম রেসপন্স পাবো বলে আশা করছি। ‘দাগি’ দেশে যে রকম সাড়া ফেলেছে, দেশের বাইরে তার চেয়েও অনেক বেশি সাড়া ফেলবে বলে আমার ধারণা।”
উল্লেখ্য, ‘দাগি’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, তর্মা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।