মাত্রই শেষে করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। এরই মধ্যে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমণি। সিনেমার নাম ‘গোলাপ’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।
খবরটি নিজেই জানিয়েছেন পরী। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিরবের সঙ্গে কিছু ছবি শেয়ার করেন পরী। সেখানে দেখা যায়, নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!
ঢাকার গুলশানে একটি রেস্টুরেন্টে নিরব ও পরীর সঙ্গে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘গোলাপ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
অন্যদিকে নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির আলোচিত এবং মেধাবী অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারবো আমরা।’
জানা যায়, ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে সিনেমার শুটিং শুরু হবে।