জুটি বাঁধছেন রাজ-ফারিণ, থাকছেন মোশাররফও

সঞ্জয় সমদ্দারের পরবর্তী সিনেমা ‘ইনসাফ’-এ জুটিবেঁধে আসছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। জানা যায়, এতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন।  

তবে ফারিণের নায়িকা হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেননি সঞ্জয় সমদ্দার। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথাবার্তা হচ্ছে তার। তবে চূড়ান্ত করা হয়নি এখনও কাউকে।

নির্মাতা বলেন, ‘একটা সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। এর মধ্যে থেকে যার সঙ্গে ব্যাটে-বলে মিলে যায় তাকেই কাস্ট করা হয়। সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি এখন। শিগগিরই অফিসিয়ালি জানাবো সবাইকে।’

সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমা প্রযোজনায় ফিরছে প্রতিষ্ঠানটি। 

ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

জানা গেছে, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা এটি। এর আগে কলকাতার জিৎকে নিয়ে প্রথম সিনেমা ‘মানুষ’ নির্মাণ করেন তিনি।