সবাই ভেবেই নিয়েছিলেন, ফুরিয়ে গেছেন তিনি। তবে লম্বা বিরতির পর ২০২৩ সালে ‘গাদার’-এর সিক্যুয়েল ‘গাদার ২’ নিয়ে হাজির হন সানি দেওল। এই সিনেমা তুমুল হিট হয়। এরপরই তাকে নিয়ে নতুনকরে ভাবতে শুরু করেন দর্শক, পরিচালক, প্রযোজকেরা।
সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত সিনেমা ‘জাত’। এই সিনেমা দিয়ে তিনি আবারও নিজের জাত চেনালেন। ৬৭ বছর বয়সেও যে ফিরে আসা যায়, সেটি বুঝিয়ে দিলেন এই অভিনেতা। সিনেমায় তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই।
আরেকটি চমকে দেওয়ার মতো খবর হলো, এই সিনেমার মোট নির্মাণ খরচ ১০০ কটি রূপি। যা মধ্যে সানি নাকি একাই নিয়েছেন ৫০ কটি রূপি। এটাও এই অভিনেতার কারিশমাই বটে।
১১ এপ্রিল মুক্তি পেয়েছে ‘জাত’। মুক্তির তৃতীয় দিনে (শনিবার) ‘জাত’র বক্স অফিসের বিক্রির সংখ্যা লাফিয়ে বেড়েছে। স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ৩য় দিনে ভারতের বাজারে ১০ কোটি রুপির টিকেট বিক্রি হয়েছে। মুক্তির প্রথমদিন থেকে এখন পর্যন্ত, অ্যাকশন-থ্রিলারটি মোট ২৬.৫ কোটি রুপি আয় করেছে।
১২ এপ্রিল ‘জাত’ দেখেছে মোট ১৬.৭০ শতাংশ হিন্দি দর্শক।
শনিবার (১২ এপ্রিল) বলিউড ট্রেড বিশ্লেষক তরণ আদর্শ ‘জাত’-এর দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে একটি নোট পোস্ট করেছেন। একটি এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার (১০ এপ্রিল)আংশিক ছুটির দিন বৃদ্ধির পর, শুক্রবার ‘জাত’র কালেকশনে পতন লক্ষ্য করা গেছে।’
বাণিজ্য বিশ্লেষক আরও যোগ করেছেন, ‘সকলের নজর এখন শনিবার থেকে সোমবার পর্যন্ত বর্ধিত সপ্তাহান্তের দিকে। বৃহস্পতিবার ৯.৬২ কোটি, শুক্রবার ৭ কোটি। মোট ১৬.৬২ কোটি রূপি।”
এই ১৬. ৬২ কোটি রূপির হিসেব মূলত সিনেমাটি মুক্তির প্রথম দুই দিনের। তবে তৃতীয় দিনে এসে আয় দাঁড়ায় ২৬ ৫ কোটি অর্থাৎ ৩০ কোটির ঘরে।
বলা দরকার, গোপীচাঁদ মালিনেনি পরিচালিত এই সিনেমায় সানি দেওল ছাড়াও আরও অভিনয় করেছেন সাইয়ামি খের, রেজিনা ক্যাসান্দ্রা, বিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজ, জগপতি বাবু এবং জারিনা ওয়াহাব প্রমুখ।
‘জাত’ যৌথভাবে প্রযোজনা করেছেন নবীন ইয়েরনেনি, ইয়ালামঞ্চিলি রবি শঙ্কর, টি. জি. বিশ্ব প্রসাদ, উমেশ কুমার বনসাল, মিথ্রি মুভি মেকার্স, পিপল মিডিয়া ফ্যাক্টরি এবং জি স্টুডিও।
উল্লেখ্য, সামনে আসছে সানি অভিনীত সিনেমা ‘লাহোর ১৯৪৭’। এখানে তার বিপরীতে দেখা যাবে প্রীতি জিনতাকে।