রণবীর কাপুর ও আলিয়া ভাটকে নিয়ে অয়ন মুখার্জি নির্মাণ করেছিলেন ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমা দিয়েই পর্দায় প্রথম জুটিবেধে হাজির হন রণবীর-আলিয়া দম্পতি। দর্শক ভীষণ পছন্দ করেছিলেন সিনেমাটি।
নির্মাতা আগেই ঘোষণা দিয়েছিলেন যে, এই সিনেমাটি হবে মোট তিনটি পর্বে। এবার দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘ব্রাহ্মাস্ত্র ২’ বানানোর পরিকল্পনা করছেন অয়ন। খবরটি জানিয়েছেন খোদ রণবীর কাপুর।
অয়ন এখন ব্যস্ত হৃতিক রোশন, কিয়ারা আদভানি অভিনীত ‘ওয়ার ২’ সিনেমার কাজ নিয়ে। এটি শেষ হলেই ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমার প্রি-প্রোডাকশন শুরু হবে বলে জানিয়েছেন রণবীর।
মুম্বাইতে সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর এবং আলিয়া ভাট সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেতা ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমার আপডেট দিয়েছেন।
তিনি বলেন, “অয়নের অনেকদিনের স্বপ্ন ‘ব্রহ্মাস্ত্র’র পুরো গল্প দর্শকের সামনে আনবেন। আপনারা জানেন, তিনি বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাটি মুক্তি পাওয়ার পরই ‘ব্রহ্মাস্ত্র ২’-এর প্রি-প্রোডাকশন শুরু করবেন অয়ন।’
উল্লেখ্য, রণবীর ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুনসহ অনেকে।
সূত্র: পিংকভিলা