তারকাদের সঙ্গে প্রেম করেও শান্তি নেই। হৃতিক রোশনের প্রেমিকা সাবা আজাদ যেন এই অভিনেতার সঙ্গে প্রেম করে অপরাধই করে ফেলেছেন। অন্তত তাকে যেভাবে আক্রমণ করা হয়, তাতে তাই মনে হবে।
শুধুমাত্র হৃতিক রোশনের প্রেমিকা হওয়ার কারণে ক্রমাগত ট্রোলিংয়ের শিকার হন সাবা। তবে সাবা যতই এসব নেতিবাচক বিষয়ের মুখোমুখি হোন না কেন, তিনি শান্ত রাখেন নিজেকে।
সাবা আজাদ একজন গুণী মানুষ। তিনি একাধারে অভিনেত্রী, থিয়েটার পরিচালক এবং সংগীতশিল্পী।
২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে এই অভিনেত্রীর। এই সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। তবে হৃতিক রোশনের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকে তিনি ক্রমাগত নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন।
সাবা আজাদ জানান, ক্রমাগত ট্রোলিংয়ে তার চামড়া মোটা হয়ে গেছে।
সাবা বলেন, ‘এখন আমার চামড়া মোটা হয়ে গেছে। আমি বিষয়টি পাত্তা না দিলেও এসবতো আমাকে শুনতে হয়। তবে এই ধরণের লোকেরা কী বলে, তাতে আমার কিছু যায় আসে না এখন।’
সাবা মনে করেন, যে ব্যক্তি নিজের জীবনে খুশি থাকে সে কখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে অন্যকে ট্রল করবে না। এমনকি তারা তাদের চেহারা পর্যন্ত দেখাতে পারেন না বা লজ্জা পান। তাদের নিয়ে ভাবেন না তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস