গায়ে বস্তা জড়িয়ে ‘গুহামানব’ সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আমির খান! এমন একটি ভিডিও ও আরও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। কিন্তু হঠাৎ করে কেউ চিনতেই পারবে না যে, এটি মিস্টার পারফেক্টশনিস্ট।
সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় গুহামানব চলাফেরা করতে দেখেই প্রত্যক্ষদর্শীদের কৌতূহল শুরু হয়। তবে এসবই আসলে আমিরের প্রচারণার কৌশল। এসব কাজে তিনি সবসমই পটু।
সুত্র: হিন্দুস্তান টাইমস