‘সিতারে জামিন পার’ সিনেমা দিয়ে ফিরছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। এ খবর মূলত সবাই জানেন। তবে এবার জানা গেল, আসছে বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই সিনেমাটি। এটি ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়েল।
এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অভিনেতা। সেখানেই ‘সিতারে জমিন পার’ সিনেমার বেশ কিছু আপডেট শেয়ার করেন আমির।
‘সিতারে জামিন পার’ সিনেমার নাম দেখেই বোঝা যায়, ‘তারে জামিন পার’- এর ফ্র্যাঞ্চাইজিকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এর লক্ষ্য। তবে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমির বিশেষ কিছু না বললেও ভক্তদের কিছু খবর দিয়েছেন।
আমি বলেন, ‘প্রধান অভিনেতা হিসেবে আমার পরবর্তী সিনেমা ‘সিতারে জমিন পার’। ২০২৫- এর শেষের দিকে, বড়দিনে আশা করছি মুক্তি পাবে। সিনেমাটি বেশ এন্টারেটেনিং। গল্প আমার বেশ পছন্দের। ছবির শুটিং শুরু হয়ে গেছে।’
উল্লেখ্য, ‘তারে জামিন পার’ সিনেমার দারুণ সাফল্যের পর, সিক্যুয়েল তৈরির মাধ্যমে এটিকে একটি ফ্র্যাঞ্চাইজির রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির যার দিকে সকল সিনেমাপ্রেমীদের চোখ রয়েছে। আমির ভক্তদের আশা, ‘লাল সিং চাড্ডা’ সিনেমার বিপর্যয়ের পর ‘সিতারে জামিন পার’ সিনেমা দিয়ে আমির খানের দুর্দান্ত কামব্যাক হবে।
সূত্র: এনডি টিভি