নেটফ্লিক্সে উঠছে ভারতের ‘অনুজা’

ভারতের লাইভ অ্যাকশন শর্টফিল্ম ‘অনুজা’ নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ৫ ফেব্রুয়ারি। ৯৭তম একাডেমি পুরষ্কারে সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে জায়গা করে নিয়েছে এই শর্টফিল্মটি। ২৯ জানুয়ারি (বুধবার) খবরটি নিশ্চিত করেছে ওটিটি জায়ান্ট।

ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে নেটফ্লিক্স লিখেছে, “সহনশীলতা, ভ্রাতৃত্ব এবং আশার গল্প নিয়ে ‘অনুজা’। একাডেমি পুরস্কারে মনোনীত লাইভ অ্যাকশন শর্টফিল্মটি ৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে আসছে।”

নেটফ্লিক্স সিনেমাটির একটি ক্লিপও শেয়ার করেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

অনুজা (৯) এবং পলক (১৭) নামের দুই বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘অনুজা’। তারা দিল্লির একটি পোশাক কারখানায় কাজ করে। অনুজা একটি অভিজাত বোর্ডিং স্কুলে পড়ার সুযোগ পায়। এরপর থেকে দুই বোনের সম্পর্ক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। জীবন বদলে দেওয়া একটি সিদ্ধান্তের পর অনুজা ও তার পরিবার ভবিষ্যতের ঝুঁকিতে পড়ে যায়।  

সিনেমার একটি অংশে যখন অনুজা জানতে চায়, বোর্ডিং স্কুল কী, তখন পলক বলে, ‘বোর্ডিং স্কুল এমন একটি জায়গা, যেখানে সমস্ত বুদ্ধিমতী মেয়েরা পড়াশোনা করতে যায়।’ এর উত্তরে, অনুজা একটি গভীর ও অর্থপূর্ণ কথা বলে। সে বলে, ‘আমি যদি বুদ্ধিমতী মেয়ে না হতে চাই, তাহলে কী হবে?’‘অনুজা’ সিনেমার একটি দৃশ্য অ্যাডাম জে গ্রেভস পরিচালিত ‘অনুজা’য় অভিনয় করেছেন সাজদা পাঠান (অনুজা) ও অনন্যা শানভাগ (পালক)। সিনেমাটি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাগেশ ভোঁসলে।

বলা প্রয়োজন, ‘অনুজা’ যৌথভাবে প্রযোজনা করেছেন মিন্ডি কালিং, সুচিত্রা মাত্তাই, গুণীত মোঙ্গা কাপুর, দেবানন্দ গ্রেভস, কৃষাণ নায়েক, শিতিজ সাইনি, আলেকজান্দ্রা ব্লেনি, মাইকেল গ্রেভস এবং অ্যারন কপ। প্রিয়াঙ্কা চোপড়া এবং অনিতা ভাটিয়া নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন।

উল্লেখ্য, ‘অনুজা’ ৯৭তম একাডেমি পুরস্কারে সেরা লাইভ অ্যাকশন শর্টফিল্ম বিভাগে স্থান পেয়েছে।

সূত্র: এনডি টিভি