দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, কল্কি কোয়েচলিন ও আদিত্য রায় কাপুর অভিনীত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৩ সালে। এটি মানুষকে শিখিয়েছিলো বেঁচে থাকার প্রকৃত অর্থ। মুক্তির ১০ বছর কেটে গেছে, তবে সিনেমাটির প্রতি মানুষের ভালোবাসা এতটুকুও কমেনি।
এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে জোর জল্পনা-কল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায় রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন সম্প্রতি ধর্ম প্রোডাকশনের পক্ষ থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ছবিতে ২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত ওই সিনেমার মতোই একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে চার বন্ধু। প্রত্যেকের মুখ পিছনের দিকে ফেরানো।
ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘ইনসে পেয়ার হো যায়েগা... ফির সে!! স্টে টিউনড (ভালোবেসে ফেলবেন...আবার!! সঙ্গে থাকুন)’। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার এই সংলাপটি খুব জনপ্রিয় হয় সেসময়।দীপিকা পাড়ুকোন, কাল্কি কোয়েচলিন, রণবীর কাপুর ও আদিত্য রায় কাপুর ধর্ম প্রোডাকশনের পেজ থেকে ছবিটি পোস্ট হতেই অনেকে রণবীর এবং দীপিকা অভিনীত সিনেমাটির স্মৃতি রোমন্থন করেছেন। দ্বিতীয় পর্ব আসছে কিনা জানতে চেয়ে একজন লিখেছেন, ‘দ্বিতীয় পর্ব আসছে? নাকি ১০ বছর উপলক্ষে এটি আবার মুক্তি পাবে?’
আরেকজন লিখেছেন, ‘কাল হো না হো’ বা ‘করণ অর্জুন’- এর মতো এটি হয়তো রি-রিলিজ হতে পারে।’দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর উল্লেখ্য, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটির সিক্যুয়েল মুক্তির প্রসঙ্গ উঠেছিলো কয়েক বছর আগে। তবে এরপর আর এ বিষয়ে কোনও কথা শোনা যায়নি। নিজেদের পেজে ছবিটি পোস্ট করে সেই জল্পনা আবারও উসকে দিয়েছে ধর্ম প্রোডাকশন। সিনেমাটি নির্মাণ করেন অয়ন মুখার্জী।
সূত্র: হিন্দুস্তান টাইমস