সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাটি দারুণ ব্যবসাসফল হয়। এমনকি শাহরুখ তার ক্যারিয়ারের সেরা অভিনয় করেছিলেন এই সিনেমায়, এটাও অনেক বলেন। এখানে তিনি দেবদাস চরিত্রে অভিনয় করেন।
সিনেমার একদম শেষে শাহরুখ যখন মারা যান, সেই দৃশ্য আজও সিনেমাপ্রেমীদের চোখে জল আনে। মৃত শাহরুখের মুখে মাছি ভনভন করছে এমন দৃশ্য তখন বেশ সাড়া ফেলেছিলো। কিন্তু আপনি কি জানেন, এই দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখ মুখে মধু মেখে নেন, যাতে মাছি বসে!
বিক্রমাদিত্য মোতওয়ানে একজন প্রশংসিত পরিচালক, যার যাত্রা শুরু হয়েছিলো ‘দেবদাস’ ও ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে। তার অভিজ্ঞতার কথা স্মরণ করে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমার একটি ঘটনা শেয়ার করেছেন। সেখানে তিনি শাহরুখ খানের অভিনয়ের প্রতি যে নিষ্ঠা, তার প্রশংসা করেন।
বিক্রমাদিত্য মোতওয়ানে দ্য লল্লান্টপকে বলেন, “আমি আপনাকে শাহরুখকে নিয়ে একটি ঘটনা বলবো। আমরা দেবদাসের ক্লাইম্যাক্সের শুটিং করছিলাম যেখানে শাহরুখের চরিত্রটি মারা যায় এবং ঐশ্বরিয়া তার কাছে দৌঁড়ে আসে। শাহরুখ একটি গাছের নীচে শুয়ে ছিলেন। হঠাৎ, তিনি একজন সহকারীকে জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কি আমাকে একটু মধু এনে দিতে পারো?’ আমরা কেউ বুঝতে পারিনি বিষয়টি। তবুও তাকে মধু এনে দেওয়া হয়। সে তখন কিছু মধু নিয়ে তার মুখে লাগিয়ে নিলেন।”
নির্মাতা বলেন, ‘শাহরুখ সবসময় কীভাবে দৃশ্যটি আরও ভালো করা যায়, তার জন্য চেষ্টা করেন।’
সূত্র: এনডি টিভি