মেয়ের জন্য ফিরতে দেরি!

দীপিকা পাড়ুকোন, এই মুহূর্তে বলিউডের অন্যতম ফাইনেস্ট অভিনেত্রী। উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে সন্তান জন্ম দেওয়ার জন্য অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে আছেন তিনি। 

শুটিংয়ে ফেরার ইচ্ছে খুব দ্রুত, তবে দীপিকার কাছে সবার আগে তার এক টুকরো কন্যা দুয়া। কন্যাকে এখন পুরোদমে সময় দিচ্ছেন অভিনেত্রী। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েল ‘কল্কি ২’-এর শুটিংয়ে ফিরতে তাই দেরি হচ্ছে।

যারা দেখেছেন, তারা জানবেন; ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা শেষ হয়েছিল খুব রহস্য জাগিয়ে। তাই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী সিক্যুয়েলের জন্য। কিন্তু তাদের জন্য এটা দুঃসংবাদই বটে।‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার একটি দৃশ্যে দীপিকা পাড়ুকোন সূত্র অনুযায়ী, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় দীপিকা পাড়ুকোন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তাই তার জন্যই অপেক্ষা করছে সিনেমার পুরো টিম। কিন্তু এই মুহূর্তে তার কাছে সিনেমার চেয়ে মেয়েই গুরুত্বপূর্ণ এবং সেটা তিনি স্পষ্টভাবে তার টিমকে জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি মুম্বাইতে নিজেদের বাড়িতে ডেকে সাংবাদিকদের সঙ্গে মেয়ে দুয়াকে পরিচয় করিয়ে দিয়েছেন দীপিকা ও রণবীর। তবে মেয়ের ছবি তুলতে নিষেধ করেন তারা।

সেখানেই সাংবাদিকরা এই অভিনেত্রীর কাছে জানতে চান, কতদিন পর তিনি ‘কল্কি ২’ সিনেমার শুটিং করবেন। জবাবে বলিউড ‘মাস্তানি’ জানিয়ে দিয়েছেন, বর্তমানে তার সব ধ্যান-জ্ঞান মেয়েকে নিয়েই। তাই এই মুহূর্তে শুটিংয়ে ফেরা সম্ভব নয়।দীপিকা পাড়ুকোনদীপিকা এ সময় সাংবাদিকদের আরও বলেন, ‘আমি আমার মেয়েকে লালন-পালন করে বড় করতে চাই। ঠিক যেভাবে আমার মা আমাকে বড় করেছেন।’

উল্লেখ্য, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি মুক্তি পেয়েছিল এ বছরের ২৭ জুন। এখানে দীপিকার বিপরীতে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা প্রভাস। এছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে ছিলেন কমল হাসান ও অমিতাভ বচ্চন। সিনেমাটি বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপি আয় করেছিল।দীপিকা পাড়ুকোনসূত্র: এনডি টিভি