মনমোহনকে শ্রদ্ধা জানাতে পিছিয়ে গেলেন সালমান  

সালমান খানের ৫৯তম জন্মদিনে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘সিকান্দার’ সিনেমার টিজার। তার ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। কিন্তু বিধি বাম, মুক্তি পায়নি সিনেমার টিজার। হতাশ হয়েছেন সালমান ভক্তরা।   

২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টা ৭ মিনিটে সালমান অভিনীত ‘সিকান্দার’ সিনেমার টিজার মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পায়নি। কারণ হিসেবে জানা যায়, ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) হঠাৎ করেই মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার মরদেহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই ‘সিকান্দার’ সিনেমার টিজার মুক্তি পেছানো হয়। টিজার মুক্তির নতুন সময় ঠিক করা হয় ২৮ ডিসেম্বর বিকাল ৪টা ৫ মিনিটে।  

প্রোডাকশন হাউজ ‘নান্দিয়াদওয়ালা গ্রাণ্ডসন’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে খবরটি শেয়ার করেছেন। তারা জানিয়েছে, ‘সিকান্দার’- এর টিজার মুক্তির সময় পেছানো হয়েছে মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই।   

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nadiadwala Grandson (@nadiadwalagrandson)

পোস্টে তারা লিখেছে, ‘আমাদের সম্মানিত সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন। আমরা ২৭ ডিসেম্বর সকাল ১১  টা ৭ মিনিটে ‘সিকান্দার’ সিনেমার টিজার মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা করছি না। আমরা নতুন শিডিউল করেছি। এটি মুক্তি পাবে ২৮ ডিসেম্বর বিকাল ৪ টা ৫ মিনিটে। আশা করি আপনারা সবাই ধৈর্য্য ধরবেন। আমাদের সবার উচিত তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা।’             

‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। ‘কিক’  সিনেমার পর আবারও জুটি বাঁধলেন সাল্লু ভাই এবং সাজিদ নান্দিয়াদওয়ালা। 

সালমানের সাথে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে এর আগে পিংকভিলাকে রাশমিকা বলেন, ‘আমার নার্ভ দূর্বল হয়েছে। কারণ অবশ্যই তিনি সালমান খান বলে। বলিউডে এর আগে এমন বাণিজ্যিক সিনেমা আমি করিনি।’  

অনেকের ভাষ্যমতে, ‘সিকান্দার’ সিনেমা হতে যাচ্ছে ২০২৫ সালের সবচেয়ে বেশি পুরষ্কারজয়ী সিনেমা। আসছে ঈদ-উল-ফিতরে সিনমাটি মুক্তি পাবে।

সূত্র: পিংকভিলা