ছোটদিনে তারকাদের বড়দিন!

ঋতুর বিচারে এই অঞ্চলের দিনগুলো বেশ ছোট এখন। অথচ হুট করেই যেন আজকের দিনটি বড় হয়ে উঠলো ভারত-বাংলাদেশের তারকাদের কাছে! কারণ আজ (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ থেকে বলিউড, টলিউড বা ঢালিউড তারকারাও শামিল হন এই উদযাপনে।  

বড়দিনের আনন্দ উদযাপনে বলিউড তারাকারা সবসময়ই এগিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে সোহা আলী খান, পরিণীতি চোপড়া, ভূমি পেড়নেকর- প্রত্যেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বড়দিনের উদযাপনকে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
 
প্রিয়াংকা চোপড়ার পাকাপোক্ত নিবাস এখন মার্কিন মুল্লুকে। সেখানে স্বামী নিক জোনাস এবং একমাত্র সন্তান মালতীকে নিয়ে বড়দিন পালন করছেন। ২৫ ডিসেম্বর (বুধবার) বড়দিনে একটি ‘স্টকিংস’ (লম্বা মোজা)-এর ছবি শেয়ার করে লিখেছেন, ‘স্টকিংসটি যতটা না সুন্দর তারচেয়ে অনেক বেশি দুষ্টু দেখাচ্ছে।’ প্রিয়াংকা চোপড়া ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন বড়দিনের আনন্দ প্রিয়াংকার বোন পরিণীতি চোপড়া এবারের বড়দিন পালন করছেন লন্ডনে। স্বামী রাঘব চাড্ডার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তিনি নিজের লিভিং রুমের ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে টিভির পাশে বড়দিন উপলক্ষে মোমবাতি জ্বলছে। আরেকটি ভিডিওতে বড়দিন উপলক্ষে বানানো কেক দেখা যাচ্ছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @juiceguysofficial

ভক্তদের উদ্দেশে ভিডিও’র ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘সবাইকে মেরি ক্রিসমাস।’  
        
এদিকে সোহা আলী খান একটি ক্রিসমাস ট্রি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তার বাড়িতে বড়দিন উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করছেন সোহা। ক্যাপশনে লিখেছেন, ‘এই বছরের সেরা সময় এটি। আমাদের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা। একটি ছবিতে দেখা যাচ্ছে সোহা ও তার স্বামী কুনাল মেয়ের গালে চুমু খাচ্ছেন।’মেয়ের সাথে বড়দিন উদযাপন করছেন সোহা ও কুনাল প্রীতি জিনতা একটি ছবি শেয়ার করেছেন বড়দিনে। যেখানে দেখা যাচ্ছে, একটি ফার্মে তার দুই সন্তান জিয়া ও জয় চমৎকার সময় কাটাচ্ছে। বড়দিনে প্রীতি জিনতার জমজ সন্তান জিয়া ও জয় ভূমি পেড়নেকর বড়দিন উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায়, বিশাল সাইজের একটি ক্রিসমাস ট্রি বানিয়েছেন সোহা। বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে সেটি।বড়দিনে ভূমি পেড়নেকর বড়দিনে শিল্পা শেঠি একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সান্তা যখন ম্যাজিক দেখায়, তখন সেটিকে বাস্তব মনে হয়! আমাদের বাচ্চাদের চোখে এমন বিস্ময় নিয়েই বড়দিন আসুক। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’

বড়দিন উদযাপনে পিছিয়ে নেই টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তিনি ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) এক খুদে শান্তাকে কোলে নিয়ে আদর করছেন, এমন ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

রুপালি তারা, সবুজ ক্রিসমাস ট্রি, সোনালি বল আর উপহারের বাক্স নিয়ে বড়দিনে হাজির রাজ চক্রবর্তী-শুভশ্রী গাঙ্গুলীর সন্তানরা। ইউভান লাল-সাদা এবং ইয়ালিনি সেজেছে লাল পোশাকে। সঙ্গে বড় চশমা, মাথায় ব্যান্ড। রাজ নিজেও পরেছেন লাল টি শার্ট। সন্তানদের নিয়ে মেতেছেন উল্লাসে। 

গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ ছেলে ধীরের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন। ধীরের জামায় সান্তার টুপি, উপহারের বাক্স, কেকের নকশা।  মা-বাবা তার হাতে তুলে দিয়েছেন রকমারি খেলনা।ছেলে ধীরের সাথে ঋদ্ধিমা ও গৌরবএ তো গেল দেশের বাইরের তারকাদের খবর। দেশের তারকারাই বা বাদ থাকবেন কেন। বড়দিনের উৎসবে মেতেছেন দেশের তারকারাও। 

নির্মাতা দেবাশীষ বিশ্বাস বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশাল একটি ক্রিসমাস ট্রি’র সামনে দাঁড়িয়ে আছেন, এমন একটি ছবি শেয়ার করে নির্মাতা লিখেছেন, ‘মেরি ক্রিসমাস’।দেবাশীষ বিশ্বাস তরুণ চিত্রনায়িকা অধরা খান দেশ-বিদেশ চষে বেড়ান। এবারের বড়দিন তার কাটছে মালয়েশিয়ায়। সেখান থেকেই বড়দিন উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যালে। ক্যাপশনে লিখেছেন, ‘শান্তি, ভালোবাসা ও ম্যাজিকপূর্ণ বড়দিনের শুভেচ্ছা সবাইকে।’অধরা খান