একদিকে ঈদ সিনেমার দাপট অন্যদিকে শরিফুল রাজের দীর্ঘ নীরবতা। এই নামে যে ইন্ডাস্ট্রিতে কোনও আলোচিত নায়ক ছিলো, মাঝের সময়টাতে সেটিই যেন ভুলতে বসেছে মানুষ।
যদিও ১৮ এপ্রিল টলটলে দীঘির স্থিরতা ভাঙলো এমন করে, মনে হলো ‘পরাণ’ নায়ক আসলে নিজেকে গড়ছিলেন আড়াল-নীরবতার নামে। জানা গেলো, আসছে ঈদেই হাজির হচ্ছেন নতুন ‘ইনসাফ’ নিয়ে। যেটি নির্মাণ করেছেন জিৎ-নির্মাতা সঞ্জয় সমদ্দার। কলকাতায় অভিষেক হলেও এই নির্মাতা খাঁটি বাংলাদেশি। বহুবার প্রমাণ করেছেন টিভি পর্দায় নিজেকে। এবার পালা দেশের বড় পর্দায় নিজেকে প্রমাণের।
ছবিটি প্রকাশের পরই যেন ভোজবাজির মতো ফুটলো চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে। রীতিমতো ভাইরাল।
জানা দরকার, এই ছবিতে শরিফুল রাজের নায়িকাসঙ্গী হলেন তাসনিয়া ফারিণ। এর আগে কলকাতা ও ঢাকার দুটি সিনেমায় অভিনয় করলেও, এবারই তাকে দেখা যাবে ফর্মুলা ছবির নায়কের নায়িকা চরিত্রে।
বলা দরকার, ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টলিউডের ‘মানুষ’ বানিয়ে। ছবিটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও, নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছেন।