‘জংলি’র হল বেড়ে তিনগুণ!

ঈদের তিন সপ্তাহ পার হলেও উৎসবের আমেজ এখনও ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে আরও বাড়ছে শো সংখ্যা। শুরুর বিবেচনায় প্রায় তিনগুণ বেড়েছে এই সপ্তাহে এসে।

মুক্তির পর থেকে ক্রমশ দর্শকপ্রিয় হয়ে ওঠে এম রাহিমের ‘জংলি’। সব শো হাউসফুল যাচ্ছিল। শো কম থাকায় অনেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করছিলেন। দর্শকদের চাহিদা পূরণ করতে দ্বিতীয় সপ্তাহে ‘জংলি’র শো বাড়িয়ে দ্বিগুণ করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তৃতীয় সপ্তাহে এসে আরও বাড়ল প্রদর্শনী সংখ্যা।

আজ (১৮ এপ্রিল) থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ২১টি শো চলবে প্রতিদিন। এছাড়া যমুনা ব্লকবাস্টারে চার ও লায়ন সিনেমাসে তিনটি করে মাল্টিপ্লেক্সে মোট ২৮টি শো চলবে ‘জংলি’র। যা শুরু হয়েছিল মাত্র ১১টি শো দিয়ে। 

শুধু মাল্টিপ্লেক্সেই নয়, সিঙ্গেল স্ক্রিনেও ‘বরবাদ’র পর শুক্রবার (১৮ এপ্রিল) থেকে সর্বোচ্চ হলে চলছে ‘জংলি’। 

প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, মুক্তির শুরুতে ‘জংলি’ সিঙ্গেল স্ক্রিনে মাত্র তিনটি হলে চলেছে। আজ থেকে দেশের ২১টি সিঙ্গেল স্ক্রিনে একযোগে চলবে। সিঙ্গেল স্ক্রিনের হিসেবে ‘বরবাদ’র পরই এখন ‘জংলি’র স্থান।

নির্মাতা এম রাহিম বলেন, ‘‘জংলি’ এখন প্রতিটি পরিবারের সিনেমা হয়ে উঠেছে। তাদের এই ভালোবাসা কখনও ভোলার নয়। পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে; ‘জংলি’ দেখে। আমরা নিশ্চিত যে আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হবো।’’

এদিকে তৃতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্সে শাকিব খান অভিনীত ‘বরবাদ’র শো চলছে ৩৫টি। আর সিঙ্গেল স্ক্রিন রয়েছে শতাধিক। অন্যদিকে ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘দাগি’ মাল্টিপ্লেক্স দখলে রাখলেও সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি। প্রযোজনা প্রতিষ্ঠানের বরাতে জানা গেছে চারটির মতো সিঙ্গেল স্ক্রিনে চলছে সিনেমাটি। 

এদিকে ‘জংলি’ সিনেমার আয়ের হিসাব প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানাচ্ছে, প্রথম ১৬ দিনে জংলির আয় প্রায় ২ কোটি ৬ লাখ টাকা। দেশে তুমুল চাহিদার মধ্যে ২৫ এপ্রিল থেকে বিদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ।