চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’

বাংলাদেশের আইকনিক ব্যান্ড ‘সোলস’-এর পাঁচ দশকের সংগীতযাত্রা উদযাপন হতে যাচ্ছে বিশেষ কনসার্টের মাধ্যমে। তাও আবার সেটি হবে দলটির জন্মস্থান চট্টগ্রামে।

‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শীর্ষক এই আয়োজনের ঘোষণা দিয়েছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। জানিয়েছে, ২ মে চট্টগ্রাম শহরের অন্যতম প্রধান ভেন্যু র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে বহু প্রতীক্ষিত এই আনপ্লাগড কনসার্টটি অনুষ্ঠিত হবে। সেদিনের রাতটি হবে সংগীত, স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা।

১৬ এপ্রিল এই আয়োজন প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানানো হয় চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। যেখানে আয়োজকদের পাশাপাশি হাজির ছিলেন সোলসের একাধিক সদস্য।
 
আয়োজকরা জানান, কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে আজ (১৭ এপ্রিল) থেকে। পাওয়া যাবে এই ঠিকানায়- https://mastercard.sslcommerz.com/souls50/। সোলসসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের পক্ষ থেকে মীর মাসুম (কিবোর্ড) এবং মারুফ হাসান রিয়েল (বেজ গিটার); মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স-এর সিইও মনজুমা মুর্শেদ; র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী; দৈনিক আজাদী-এর সম্পাদক ওয়াহিদ মালেক; দ্য ডেইলি স্টার-এর চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান; ফিট এলিগ্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদা শারমিন; মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর জেনারেল ম্যানেজার ফায়েজ আহমেদ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সিইও রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশের রক সংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীতধারাকে একটি রূপ দিয়েছে-তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ড সংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস—তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে।সংবাদ সম্মেলনের ছবি