অভিনয় থেকে অবসরে কেট ব্ল্যানচেট!

কেট ব্ল্যানচেট, তাকে বলা হয় অভিনেতাদের অভিনেতা। তিনি এমন একজন অভিনেত্রী যার চরিত্রগুলি উজ্জ্বল, দৃঢ়, ধারালো এবং পরিশীলিত। তার ব্যক্তিত্ব থেকে এই বিষয়গুলো খুব কমই আলাদা করা যায়।

পর্দায় তিনি এমনভাবে নিজের চরিত্র উপস্থাপন করেন, যেখানে বাস্তব জীবন থেকে তা আলাদা করা কঠিন।

অথচ এই অভিনেত্রীই যখন অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেন, সেটি কি বিশ্বাসযোগ্য মনে হয়? কখনই তার ভক্তরা বিশ্বাস করেন না যে, ব্ল্যানচেট অভিনয়ের সঙ্গে আপোষ করতে পারেন বা হাল ছেড়ে দিতে পারেন। অথচ এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন সম্প্রতি।ভেনিস উৎসবের ৭৬তম আসরে কেট ব্ল্যানচেট১৪ এপ্রিল রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্ল্যানচেট বলেন, ‘আমি যখনই বলি অভিনয় ছেড়ে দেবো, তখন আমার পরিবারের লোকজন তা বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে সিরিয়াস। এটি ছাড়াও জীবনে আমি অনেক কিছু করতে চাই।’

বলা প্রয়োজন, দুইবারের অস্কারজয়ী এই অভিনেত্রী জাতিসংঘের হয়ে কাজ করেন, একটি অত্যন্ত সমৃদ্ধ প্রযোজনা সংস্থা পরিচালনা করছেন। এমনকি বর্তমানে তার তিনটি চলচ্চিত্রের প্রযোজনা চলছে। সেগুলো হলো জিম জারমুশের ‘ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার’ (এই বছরের শেষের দিকে মুক্তি পাবে), সায়েন্স ফিকশন কমেডি ‘আলফা গ্যাং’ এবং বেন স্টিলারের ‘দ্য চ্যাম্পিয়নস’।কেট ব্ল্যানচেটসূত্র: দ্য গার্ডিয়ান