নাটকের মাধ্যমে চলতি বছরকে বিদায় জানানো আর নতুনকে বরণের লক্ষ্যে দারুণ একটি উদ্যোগ নিয়েছিলো দেশের অন্যতম নাট্যদল প্রাঙ্গণেমোর। দলটির দর্শকনন্দিত নাটক ‘শেষের কবিতা’কে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় রাজধানীর মহিলা সমিতি মঞ্চে উপস্থাপন করার কথা ছিলো এবারের চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখে।
দলের পক্ষ থেকে পাওয়া এমন খবর সকল গণমাধ্যমে আগেই প্রকাশ হয়েছিলো। কিন্তু সেটি নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। কারণ, এই প্রদর্শনীর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তৌহিদী জনতা!
১৩ এপ্রিল দলটির অন্যতম সদস্য অভিনেত্রী-নির্দেশক নূনা আফরোজের দেওয়া এক ফেসবুক বিবৃতির মাধ্যমে বিষয়টি সবার নজরে এসেছে।
রবিবার সকালে নূনা আফরোজ এই ঘটনার বিষয় উল্লেখ করে লিখেছেন, ‘‘এইমাত্র মহিলা সমিতি ফোন করে জানালো তৌহিদী জনতা তাদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনও প্রদর্শনী করতে দেয়া না হয়। আজ চৈত্রসংক্রান্তি এবং আগামীকাল পহেলা বৈশাখ আমাদের ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা। আমরা মহিলা সমিতিকে দুই দিনের হল ভাড়া দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন।আয়োজনের প্রতিটি সেক্টরে খরচ করা হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করছে এতদিন ধরে। আমরা মহিলা সমিতিকে বলেছি আপনারা প্রশাসনের সাহায্য নেন প্রশাসন অপারগতা প্রকাশ করলে না হয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানালো, কতো কিছুই তো নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন তো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবেন আমাদের? সংস্কৃতি অঙ্গনের ও দেশের সচেতন মানুষেরা বলুন কী করবো? এমনই চলতে থাকবে?”
খবরটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অনন্ত হীরা। এছাড়াও অন্যান্য নাট্যজনরাও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বলা দরকার, এর আগেও তৌহিদী জনতার প্রতিবাদের মুখে একাধিক মঞ্চ নাটক প্রদর্শন বন্ধ হয়েছিলো অন্তবর্তী সরকারের আমলে।