গোটা বিশ্বের বাঙালি সম্প্রদায়ের কাছে এক স্মরণীয় মুহূর্তে, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সাক্ষী রইল এক হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে বাংলাদেশি শিল্পী স্বপ্নীল সজীব পরিবেশন করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ ও হাসন রাজার কালজয়ী সকল গান।
এই অনন্য অনুষ্ঠানটি উদযাপন করলো পয়লা বৈশাখ (১৪ এপ্রিল)-কে নিউ ইয়র্ক স্টেট সিনেট-এর সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার ঘটনার রেশ ধরে। ব্রঙ্কসের সিনেটর লুইস আর. সেপুলভেদা’র নেতৃত্বে পাশ হয় এই ঐতিহাসিক প্রস্তাব।
এদিনের গান শেষে আবেগময় এক বক্তব্যে স্বপ্নীল সজীব বলেন, ‘বাংলাদেশে জন্ম ও বড় হওয়া একজন শিল্পী হিসেবে নিউ ইয়র্কের মতো শহরের প্রাণকেন্দ্রে মহান কবিদের গান গাওয়া শুধু গর্বের নয়, এক বিশাল দায়িত্ব। আমাদের অনেক সন্তান-স্বজন বাংলাদেশ থেকে দূর পরবাসে বড় হচ্ছে, তখন এইভাবে পয়লা বৈশাখ উদযাপন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এমন আয়োজন ও পরিবেশনা শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখতে সহযোগিতা করে।’
তিনি আরও বলেন, ‘এই কবিগানগুলো নিছক গান নয়—এরা ভাবতে শেখায়, গভীরভাবে অনুভব করতে শেখায়, প্রশ্ন তুলতে শেখায়, আর মানবতাকে ভালোবাসতে শেখায়। রবীন্দ্রনাথ, লালন, আর হাসন রাজার জ্ঞানভাণ্ডার নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেওয়া মানে এমন কিছু মূল্যবোধ তাদের মধ্যে গড়ে তোলা, যেগুলো সর্বকালীন আর সর্বজনীন।’
সাংস্কৃতিক স্বীকৃতির চূড়ান্ত মুহূর্তটি আসে যখন গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্ক স্টেট সিনেট চেম্বারে বাঙালি-আমেরিকান কমিউনিটির সদস্যদের নিয়ে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করেন। এই মিলনমেলায় উঠে আসে বাঙালির সংস্কৃতির সম্মান, ঐতিহ্য ও বিশ্বমঞ্চে তার বিকাশের নতুন দিগন্ত।