কারুশিল্প, সংস্কৃতি ও সম্প্রদায়ের সমন্বয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-এর লা গ্যালারিতে। গুণবতীর আয়োজনে শুরু হলো তিন দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘শেকড়ের গল্প– বাংলাদেশিত্বের উৎসব’।
এই প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা প্রাঙ্গণে।
গুণবতী একটি দেশীয় জীবনধারাভিত্তিক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের ঐতিহ্য ও সম্প্রদায়নির্ভর কাজের মাধ্যমে সচেতন সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে। এই প্রদর্শনী গুণবতীর উদ্দেশ্য ও দর্শনকে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে। প্রদর্শনীতে উন্মোচন করা হয়েছে গুণবতীর নতুন বাঁশনির্মিত রান্নাঘরের সামগ্রীর সংগ্রহ ‘রান্নাঘরের অনুষঙ্গ’, যা ফরিদপুর জেলার ঋষিপাড়ার কারুশিল্পীদের হাতে তৈরি। এই পণ্যের প্রতিটি উপাদান বাংলার ঐতিহ্যবাহী নকশা ও ব্যবহারিক প্রয়োজনের এক সফল সমন্বয়।
প্রদর্শনীর সময়সূচি, ১১ থেকে ১৩ এপ্রিল রোজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রদর্শনীর তৃতীয় ও শেষ দিনের বিশেষ আয়োজনে থাকছে, শিল্পকর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সুর যাপন’।