কানে জাহ্নবী-ঈশানের ছবি, চমক আছে আরও!

কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে আবারও জায়গা করে নিয়েছে ভারত। এবার আর্ট-হাউস ফিল্মকেন্দ্রিক বিভাগ আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়েছে নীরাজ গাইওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার ও বিশাল জেতোয়া। এবারই প্রথম কানে তাদের কোনও ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।

গত বছর কানের মূল প্রতিযোগিতায় পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ গ্রাঁ প্রিঁ জিতে সাড়া জাগিয়েছে। এবার ‘হোমবাউন্ড’ নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আশা করা হচ্ছে, ছবিটি বড়সড় দান মারবে!

‘হোমবাউন্ড’ প্রযোজনা করেছেন বলিউডের নামজাদা নির্মাতা করণ জোহর। কান উৎসবে নিজের ছবি নির্বাচিত হওয়ায় যারপরনাই আনন্দিত তিনি। সামাজিক মাধ্যমে ৫২ বছর বয়সী এই নির্মাতা লিখেছেন, “আমাদের প্রাণের গল্প ‘হোমবাউন্ড’ কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এমন অর্জনে ভারতীয় ছবির শক্তির পরিধি প্রমাণিত হলো। একইসঙ্গে আমাদের নিজেদের গল্প, প্রতিভা ও দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে ফুটে উঠছে। অস্বীকার করবো না, আমি সবসময় চেয়েছিলাম আমার একটি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্মে পৌঁছাক।”

কানে নীরাজ গাইওয়ান নতুন কেউ নন। ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে তার প্রথম ছবি ‘মাসান’ বিশেষ পুরস্কার পেয়েছে। এতে অভিনয় করেছেন ভিকি কৌশল, শ্বেতা ত্রিপাঠি ও রিচা চাড্ডা।

আট বছর পর নতুন চলচ্চিত্র বানালেন নীরাজ গাইওয়ান। মাঝে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর তিনটি কন্টেন্ট পরিচালনা করেছেন তিনি। তার সঙ্গে কানের লালগালিচায় হাঁটবেন জাহ্নবী কাপুর ও ঈশান খাট্টার। সাত বছর আগে করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ ছবিতে প্রথমবার জুটি বাঁধেন তারা। এটি ছিল শ্রীদেবী-কন্যা জাহ্নবীর প্রথম চলচ্চিত্র।  

কান উৎসবের এবারের আসরে আঁ সাঁর্তে রিগা বিভাগে এশিয়া থেকে আরও নির্বাচিত হয়েছে জাপানের কেই ইশিকাওয়া পরিচালিত ‘অ্যা পেল ভিউ অব হিলস’। 

মূল প্রতিযোগিতায় এশিয়ার একমাত্র প্রতিনিধি জাপানের চিয়ে হায়াকাওয়া পরিচালিত ‘রেনোয়াঁ’। এর গল্প ১১ বছর বয়সী ফুকিকে কেন্দ্র করে, আশির দশকের শেষ ভাগে টোকিওতে কৈশোর ও পারিবারিক সংগ্রামের মধ্যে দিন কাটায় সে। তার বাবা ক্যান্সারের সঙ্গে লড়ছে।  

প্রতিযোগিতার বাইরে মিডনাইট স্ক্রিনিংসে থাকছে জাপানের গেনকি কাওয়ামুরা পরিচালিত ‘দ্য এক্সিট এইট’ ও হংকংয়ের জুনো মাক পরিচালিত ‘সানস অব দ্য নিয়ন নাইট’।নীরাজ গাইওয়ান

ক্যামেরার সামনে-পেছনে

ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকিনসন গত বছর ‘বেবিগার্ল’ ছবিতে অস্ট্রেলিয়ান নন্দিনী নিকোল কিডম্যানের সঙ্গে অন্তরঙ্গ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এবার ক্যামেরার পেছনে থাকছেন ২৮ বছর বয়সী এই তরুণ। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘উর্চিন’ নির্বাচিত হয়েছে আঁ সাঁর্তে রিগায়। এর গল্প লন্ডনের এক গৃহহীন ব্যক্তিকে কেন্দ্র করে, যে জীবনের মোড় ঘোরানোর চেষ্টা করতে গিয়ে আত্মঘাতী বৃত্তে আটকে পড়ে।

আঁ সাঁর্তে রিগায় হ্যারিস ডিকিনসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী স্কারলেট জোহানসন। তিনিও ক্যামেরার পেছনে পথচলা শুরু করছেন। তার পরিচালিত ‘এলেনার দ্য গ্রেট’ আঁ সাঁর্তে রিগার অন্যতম আকর্ষণ। এর গল্প ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে কেন্দ্র করে, যিনি নিজের সবচেয়ে ভালো বন্ধুর মৃত্যুর ঘটনা মেনে জীবনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেন। শুধু পরিচালনা নয়, অভিনেত্রী হিসেবেও এবারের কান উৎসবে নিজের ছবির প্রচারণা চালাবেন ‘অ্যাভেঞ্জার্স’ তারকা স্কারলেট জোহানসন। মূল প্রতিযোগিতায় নির্বাচিত ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিনিশিয়ান স্কিম’ ছবিতে দেখা যাবে ৪০ বছর বয়সী স্কারলেট জোহানসনকে। এতে তার সহশিল্পীদের মধ্যে আছেন টম হ্যাঙ্কস, বেনিসিও দেল তোরো।‘উর্চিন’ ছবির দৃশ্য

স্বর্ণপামের জন্য লড়াই

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ওয়েস অ্যান্ডারসনের মতো একদল অভিজ্ঞ পরিচালক ও আরি অ্যাস্টারের মতো আর্ট-হাউস সিনেমার খ্যাতিমান নির্মাতাদের লালগালিচায় দেখা যাবে। হলিউড সুপারস্টার টম ক্রুজের সুবাদে এবারের আসর থাকবে অ্যাকশনে পরিপূর্ণ। জৌলুসে ভরপুর এই উৎসবের দিকে দৃষ্টি মেলে রাখবে বিভিন্ন দেশের চলচ্চিত্র শিল্প। কারণ প্রতিবছর কানে নির্বাচিত বেশ কয়েকটি সিনেমা অস্কার বাগিয়ে নেয়। যেমন ২০২৪ সালে স্বর্ণপাম জয়ী শন বেকারের ‘আনোরা’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি অস্কার জিতেছে। এছাড়া ‘এমিলিয়া পেরেজ’ ও ‘দ্য সাবস্ট্যান্স’ ব্যাপক প্রশংসিত হয়েছে ও বিভিন্ন পুরস্কার পেয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফ্রান্সের প্যারিসে অফিসিয়াল সিলেকশন ঘোষণার সংবাদ সম্মেলনে কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ বলেন, ‘দ্য সাবস্ট্যান্স’-এর বেলায় যা ঘটেছে সেসব রীতিমতো অবিশ্বাস্য। এটাকেই হয়তো কানের শক্তি হিসেবে উল্লেখ করা যেতে পারে। আমরা জানি আমাদের কিছু শক্তি আছে। আমরা এই শক্তি শিল্পীদের দেই।’

কানে এবার মোট জমা পড়েছে রেকর্ডসংখ্যক ২ হাজার ৯০৯টি চলচ্চিত্র। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ১৯টি চলচ্চিত্র। স্বর্ণপামের দৌড়ে ফিরে আসা নির্মাতাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ওয়েস অ্যান্ডারসন। তিনি এবার পরিচালনা করেছেন ‘দ্য ফিনিশিয়ান স্কিম’। দুই বছর আগে মূল প্রতিযোগিতায় জায়গা পায় তার পরিচালিত ‘অ্যাস্টেরয়েড সিটি’।

ডেনমার্কে জন্ম নেওয়া নরওয়ের ইওয়াকিম ত্রিয়ার পরিচালিত ষষ্ঠ ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ স্বর্ণপামের জন্য মনোনীত আরেক আলোচিত হওয়ার মতো ছবি। আর্ট-হাউস অংশের কথা বললে, প্রথমবারের মতো কান উৎসবে ভৌতিকতার গুরু আরি অ্যাস্টারের সিনেমা নির্বাচিত হয়েছে। এটি হলো ‘এডিংটন’। এতে অভিনয় করেছেন অস্কারজয়ী ওয়াকিন ফিনিক্স ও এমা স্টোন।

একবার স্বর্ণপাম জয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো ‘আলফা’ নিয়ে আসছেন। এতে অভিনয় করেছেন গোলশিফতা ফারাহানি, তাহের রহিম ও এমা ম্যাকে। দু’বার স্বর্ণপাম জয়ী বেলজিয়ামের দারদেন ভ্রাতৃদ্বয়ের “দ্য ইয়াং মাদার’স হোম” মূল প্রতিযোগিতায় তুমুল আলোচনায় থাকবে বলা যায়। এ নিয়ে দশমবারের মতো স্বর্ণপামের জন্য মনোনীত হলেন তারা। ‘এডিংটন’ ছবিতে (বাঁ থেকে) ওয়াকিন ফিনিক্স ও পেদ্রো পাসকালরাজনৈতিক থ্রিলার

সুইডিশ নির্মাতা তারিক সালেহ পরিচালিত ‘ঈগলস অব দ্য রিপাবলিক’ মূল প্রতিযোগিতা বিভাগের রাজনৈতিক থ্রিলার। এটি তার কায়রো ট্রিলজির শেষ অংশ। প্রথমটি ছিল ‘দ্য নােইন হিলটন ইনসিডেন্ট’। ২০২২ সালে ট্রিলজির দ্বিতীয় ছবি ‘বয় ফ্রম হ্যাভেন’ কানের মূল প্রতিযোগিতায় স্থান পায়। 

মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত আরেক রাজনৈতিক থ্রিলার ‘দ্য সিক্রেট এজেন্ট’ পরিচালনা করেছেন ব্রাজিলের ক্লেবার মেনদোঙ্কা ফিলো। এর গল্প ব্রাজিলে সামরিক শাসনের শেষ ভাগের পরিস্থিতিতে এক গোয়েন্দাকে ঘিরে। 

নিজ নিজ দেশে সাজাপ্রাপ্ত দুই পরিচালকের সিনেমা স্থান পেয়েছে এবারের অফিসিয়াল ‍সিলেকশনে। ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহির ‘অ্যা সিম্পল অ্যাক্সিডেন্ট’ আছে মূল প্রতিযোগিতায়। সর্বশেষ ২০১৮ সালে কানের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে জাফর পানাহির ‘থ্রি ফেসেস’। 

অন্যদিকে রাশিয়ার কিরিল সেরেব্রেনিকোভের ‘দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অব ইওসেফ মেঙ্গেলে’ দেখানো হবে এবারের কান প্রিমিয়ার শাখায়। কুখ্যাত নাৎসি চিকিৎসক ইওসেফ মেঙ্গেলের ওপর তৈরি হয়েছে এটি। গত আসরে কিরিল সেরেব্রেনিকোভ পরিচালিত ‘লিমোনোভ: দ্য ব্যালাড’ নির্বাচিত হয় মূল প্রতিযোগিতায়।

‘এলেনর দ্য গ্রেট’ ছবিতে জুন স্কুইবসিনেমা নিয়ে ছবি

মূল প্রতিযোগিতায় আছে আমেরিকান পরিচালক রিচার্ড লিঙ্কলেটারের ‘নিউ ওয়েভ’। প্রয়াত কিংবদন্তি ফিল্মমেকার জ্যঁ-লুক গদারের অনবদ্য সৃষ্টি ‘ব্রেদলেস’ (১৯৬০) নির্মাণের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ১৯ বছর পর দক্ষিণ ফরাসি উপকূলে ফিরছেন লিঙ্কলেটার। ২০০৬ সালে একই আসরে তার পরিচালিত ‘ফাস্ট ফুড নেশন’ মূল প্রতিযোগিতায় ও ‘অ্যা স্ক্যানার ডার্কলি’ নির্বাচিত হয় আঁ সাঁর্তে রিগায়। 

প্রতিযোগিতার বাইরে দেখানো হবে আমেরিকান নির্মাতা স্পাইক লি পরিচালিত ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’। এটি মূলত কিংবদন্তি জাপানিজ নির্মাতা আকিরা কুরোসাওয়ার ‘হাই অ্যান্ড লো’ (১৯৬৩) সিনেমার ইংরেজি ভাষার পুনর্ব্যাখ্যা। নিজের অভিনীত ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ ছবির প্রচারণা করতে কানে আসছেন অস্কারজয়ী ডেনজেল ওয়াশিংটন। 

হলিউড অ্যাকশন

প্রতিযোগিতামূলক সিনেমার বাইরে উৎসব আয়োজকরা ফরাসি উপকূলীয় পর্যটন শহরে বেশ কয়েকটি হলিউড অ্যাকশনের পসরা রাখছে। এরমধ্যে অন্যতম টম ক্রুজের প্রত্যাবর্তন। ২০২২ সালে তার অভিনীত-প্রযোজিত ‘টপ গান: ম্যাভেরিক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে সাগরপাড়ের আকাশে যুদ্ধবিমান উড়ে যাওয়ার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। ৬২ বছর বয়সী এই আমেরিকান তারকা ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের অষ্টম ও সম্ভবত শেষ কিস্তি ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ নিয়ে আসছেন কানে। আগামী ২৩ মে বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। এর আগে ১৪ মে উৎসবের দ্বিতীয় দিন এর ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে কান।

হলিউডের আরেক বর্ষীয়ান তারকা দু’বারের অস্কার জয়ী রবার্ট ডি নিরো ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক স্বর্ণপাম নিতে ভূমধ্যসাগরের তীরে আসবেন।‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ ছবিতে (ডানে) ডেনজেল ওয়াশিংটননারীর কণ্ঠস্বর

উৎসব আয়োজকরা বলছেন, নারী নির্মাতাদের আরো বেশি কাজ তুলে ধরতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্যারিসে সংবাদ সম্মেলনে কানের সভাপতি ইরিস নোব্লোক বলেন, ‘নারীদের কণ্ঠস্বর সম্প্রসারিত করতে পেরে আমি সম্মানিত।’

এবারের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছয়টি ছবির পরিচালক নারী। এগুলো হলো– ফ্রান্সের জুলিয়া দুকুরনো পরিচালিত ‘আলফা’, আফসিয়া আর্জির ‘দ্য লাস্ট ওয়ান’, জাপানের চিয়ে হায়াকাওয়া পরিচালিত ‘রেনোয়াঁ’, জার্মানির মাশা শিলিনস্কির ‘সাউন্ড অব ফলিং’, যুক্তরাষ্ট্রের কেলি রাইকার্ড পরিচালিত ‘দ্য মাস্টারমাইন্ড’ ও স্পেনের কার্লা সিমনের ‘রোমেরিয়া’। এরমধ্যে ‘আলফা’ ও ‘রোমেরিয়া’ ছবি দুটির বিষয়বস্তুতে রয়েছে এইডস।  

‘ফার্স্ট কাউ’ খ্যাত কেলি রাইকার্ড এবারের আসরে ‘দ্য মাস্টারমাইন্ড’ নিয়ে আসছেন। ভিয়েতনাম যুদ্ধের পটভূমিতে একটি দুঃসাহসিক শিল্পকর্ম ডাকাতির গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। এতে অভিনয় করেছেন এমি পুরস্কার জয়ী ব্রিটিশ তারকা জশ ও’কনোর, জন ম্যাগারোসহ অনেকে। 

যুদ্ধদিনের গল্প

মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ইউক্রেনের সের্গেই লজনিৎজা পরিচালিত ‘টু প্রসিকিউটরস’। এর প্রেক্ষাপট ১৯৩৭ সালের সোভিয়েত ইউনিয়ন। একজন কারাবন্দির চিঠির মাধ্যমে দুর্নীতি উন্মোচন করে আদর্শবাদী প্রসিকিউটর। ন্যায়বিচারের জন্য বিপজ্জনক প্রচেষ্টা চালাতে থাকে সে।

আঁ সাঁর্তে রিগা বিভাগে ‍নির্বাচিত হয়েছে আরব ও টারজান নাসের পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা’। এতে দেখা যাবে, ২০০৭ সালে গাজায় থাকা একদল বন্ধুদের গল্প।‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির দৃশ্যগান নিয়ে কান

দক্ষিণ আফ্রিকার পরিচালক অলিভার হারমানাসের ‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ রয়েছে মূল প্রতিযোগিতায়। এর গল্প দুই ব্যক্তিকে ঘিরে, ১৯১৬ সালে পরিচয়ের পর নিউ ইংল্যান্ডের গ্রামীণ অঞ্চলের লোকজ গান রেকর্ড করতে ১৯১৯ সালে একসঙ্গে ভ্রমণে বের হয় তারা। ছবিটিতে অভিনয় করেছেন পল মেসকাল ও জশ ও’কনোর।

আইরিশ ব্যান্ড ইউটু’র গায়ক বোনোকে নিয়ে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ডমিনিক পরিচালিত প্রামাণ্যচিত্র ‘স্টোরিস অব সারেন্ডার’ রয়েছে স্পেশাল স্ক্রিনিংস শাখায়। ২০১৮ সালে চিলির নারীবাদী বিক্ষোভ ও ধর্মঘটে অনুপ্রাণিত সংগীতনির্ভর সিনেমা ‘দ্য ওয়েভ’ থাকছে কান প্রিমিয়ারে। একই শাখায় রয়েছে ইংরেজি ঔপন্যাসিক জর্জ অরওয়েলের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অরওয়েল: ২+২ = ৫’। 

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসর আগামী ১৩ মে শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে। ফ্রান্সের এমেলি বোনাঁ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বাই বাই’ দেখানোর মধ্য দিয়ে পর্দা উঠবে উৎসবের। অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান হিসেবে একটি সিনেমাকে স্বর্ণপাম দেবেন।