‘বরবাদ’-মুখে হিসি করে দেয়া ও মারদাঙ্গায় অনেক কিছু বরবাদ হওয়া এক ছবি! ২০২৫ এর ৩১ মার্চ ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘বরবাদ’। যীশু সেনগুপ্তের সাথে প্রথম আর ইধিকা পালের সাথে অভিনয় করা নায়ক শাকিব খানের দ্বিতীয় ছবি ‘বরবাদ’। ফর্মুলা রাঙানো সন্ত্রাস নির্ভর এক ছবিও ‘বরবাদ’। কথায় কথায় নায়কের কোকেন সেবন, সিগারেট বা মদ খাওয়া, জবাই করে কিংবা কুড়াল পিস্তল রাইফেল দিয়ে অগণিত মানুষ হত্যা আর ভিলেনের ছোট ভাইয়ের মুখে হিসি করে দেয়ার দৃশ্য সম্বলিত ছবি ‘বরবাদ’। হত্যা সন্ত্রাস আর রক্তপাতের আধিক্যে ভরা শিশুদের নিয়ে না দেখার মতো এক ছবি ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় প্রথম ছবি ‘বরবাদ’। শাকিব খানের পুরোদস্তুর নেগেটিভ চরিত্রের এক ছবি ‘বরবাদ’। আদিব মির্জা আর তার ছেলে আরিয়ান মির্জার কৃতকর্ম ও তার ফলাফল নির্ভর ছবি ‘বরবাদ’।
আদিব মির্জা শুধু রাজনীতিবিদই নন, কোটিপতি ব্যবসায়ীও। তার সম্পদের অভাব নেই। ছেলে আরিয়ান মির্জা ক্লাবে যায়, মদ খায়,নাচ গান করে জীবন কাটায়। যখন যেভাবে খুশি মানুষ মারে। নাচ গান শেষে নাচনেওয়ালিকে প্রচুর টাকা ছিটানোর পর আরিয়ানের সাথে দেখা হয় নীতুর। নীতু টাকা ছিটানোর কথাটা স্মরণ করিয়ে দিয়ে আরিয়ানের কাছে ছোট ছোট ছিন্নমূল শিশুদের জন্য কিছু অনুদান চায়। ব্রিফকেস ভর্তি টাকা দেয় আরিয়ান। নীতু অবাক হয় আর এই সুযোগটা নেয় আরিয়ান এমনকী নীতুও! নীতু আর আরিয়ানের প্রেম বিয়েতে গড়ানোর আগেই শুরু হয় আরেক গল্প। জানা যায় আদিব মির্জার পুরনো পাপের কাহিনি।
মারার চরিত্রেও তার কোনও অভিব্যক্তি ছিল না। ইধিকা পাল সারা ছবিতে ভালো করলেও গুলিবিদ্ধ হবার অভিব্যক্তি বা কথা বলার সময়ও তার যন্ত্রণার ছাপ খুঁজে পাওয়া যায়নি।
মামুনুর রশীদ, কাজী হায়াত, ফজলুর রহমান বাবু,শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর এবং ইন্তেখাব দিনার বরাবরের মতো ভালো অভিনয় করেছেন। ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান নায়ক শাকিব খানের সাথে একটি আইটেম গানে অংশ নিয়েছেন।
জয় হোক বাংলা ছবির।
বরবাদ: ৫/১০
পরিচালনা: মেহেদী হাসান হৃদয়
অভিনয়ে: শাকিব খান ও ইধিকা পাল
প্রযোজনা: রিয়েল এনার্জি প্রডাকশন ও রিধি সিধি এন্টারটেইনমেন্ট
পরিবেশক: রিয়েল এনার্জি প্রডাকশন
মুক্তি: ৩১ মার্চ ২০২৫
সমালোচক: রম্যলেখক, সাংবাদিক ও কবি
*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।
আরও সমালোচনা:
৮৪০: রহস্যময়তার আড়ালে মজাদার এক রাজনৈতিক স্যাটায়ার
দরদ: দরদহীন নির্মাণের এক প্রশ্নবিদ্ধ ছবি!
৩৬-২৪-৩৬: সিনেমার পর্দায় ‘ওটিটি কনটেন্ট’
তুফান: সন্ত্রাসকে গ্ল্যামারাইজ করতে চাওয়া এক ছবি
ফাতিমা: সাধারণ এক নারীর ‘অসাধারণ’ সংগ্রামের ছবি
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
হুব্বা: সামথিং লাইক আ ক্রিমিনাল’স অটোবায়োগ্রাফি!
খুফিয়া: বাংলাদেশ নিয়ে ‘শঙ্কা ও ভাবনার’ ভারতীয় ছবি!
অন্তর্জাল: সাইবার থ্রিলার নিয়ে স্মার্ট ছবি
এমআর-৯: ‘মাসুদ রানা’ আছে ‘মাসুদ রানা’ নেই!
১৯৭১ সেই সব দিন: ৫৩ বছর আগের বাস্তবতা ফিরিয়ে আনার চেষ্টা
আম কাঁঠালের ছুটি: দুরন্ত শৈশব মনে করিয়ে দেয়া এক ছবি
প্রিয়তমা: পরিচিত গল্প আর ‘তাড়াহুড়ো’য় নির্মিত ছবি!
প্রহেলিকা: ছবিটি দেখলে কিছু প্রশ্ন উঠবেই
‘পরাণ’-এর আরেক ভার্সন ‘সুড়ঙ্গ’!
সুলতানপুর: ফর্মুলায় আক্রান্ত ধারাবাহিকতাহীন ছবি
আদিম: ‘বস্তি ঘনিষ্ঠ’ এক অপরূপ ছবি!
পাপ: শেষ না হওয়া এক থ্রিলার গল্পের ছবি
কিল হিম: বড়শি দিয়ে মাছ ধরেন অনন্ত, কিন্তু সেটা নড়ে না!
লিডার: স্বস্তি আর অস্বস্তির পাঁচ-ছয়
লোকাল: রাজনীতির ব্যানারে প্রেম ও প্রতিশোধের ছবি!
জ্বীন: ‘জিন ছাড়ানো’র কুসংস্কারাচ্ছন্ন ছবি!