নির্মাতা রাফীর ছোট্ট ক্যারিয়ারে যা যা বানিয়েছেন, সেটাই হিট-সুপারহিট! এটা অবিশ্বাস্য বাস্তবতা। তবে এর পেছনে বড় রহস্য রয়েছে। সেটি হলো, এই নির্মাতা যা বানিয়েছেন তার প্রায় সবগুলোই কোনও না কোনও নির্মম সত্য ঘটনার ছায়া অবলম্বনে। তবে ঠিক কোন নির্মাণে কোন ঘটনার ছায়া মাড়ালেন, সেটি বরাবরই এড়িয়ে থাকেন রাফী।একটি দৃশ্যে তমা মির্জাসেই ধারাবাহিকতায় রায়হান রাফী আবারও হাজির হচ্ছেন সত্য ঘটনার ছায়া অবলম্বনে নতুন সিনেমা ‘আমলনামা’ নিয়ে। চরকির জন্য নির্মিত সিনেমাটি মুক্তি পাচ্ছে শিগগির। তার আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার। যেখানে দেখা মিলেছে নির্মাতার ক্যারিয়ারের সৌভাগ্যের পালক তমা মির্জাকে। যাতে অভিনয় করেছেন গাজী রাকায়েত জাহিদ হাসান, সারিকা সাবরিন, কবি কামু, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, ইনায়া আর্যা প্রমুখ।একটি দৃশ্যে জাহিদ হাসানরাফী বলেন, ‘আমি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এবারের নতুনত্বটা গল্পে; এরকম গল্পে কাজ হয়নি বললেই চলে। কাহিনি শেষ না হওয়া পর্যন্ত দর্শকরা একটা থ্রিলের মধ্যে থাকবেন।’একটি দৃশ্যে কামু ও তমাগল্পের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রেখেছেন রায়হান রাফী। ‘আমলনামা’ সিনেমার মাধ্যমে অনেকদিন পর ওটিটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। শুধু তাই নয়, কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু আছেন এই সিনেমায়। গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুন অবতারে। অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন আলো ছড়াবেন সিনেমায়।একটি দৃশ্যে গাজী রাকায়েতওয়েব ফিল্মটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘‘সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘আমলনামা’। আমরা আমাদের চরিত্রের মাধ্যমে যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে, সেজন্যই কাজটি করা। ওয়েব ফিল্মটির নামটাও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করবো আর কী করবো না, সেটা যেন চিন্তা করে।’’একটি দৃশ্যে কামরুজ্জামান কামুকিন্তু কবে আসবে ‘আমলনামা’? দর্শকদের অল্প কিছুদিনের অপেক্ষা করতে বলেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।