প্রথম সিজনের প্রশংসা পেরিয়ে শুরু হতে যাচ্ছে পাভেল আরিনের জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘লিভিং রুম সেশান’-এর দ্বিতীয় সিজন। এবার দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে আয়োজনটি। ৪ দেশের শিল্পীর গানে ১৫ দেশের মিউজিশিয়ানদের সাথে নিয়ে বড় কলেবরে গান নিয়ে হাজির হতে যাচ্ছেন এই সংগীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার।
নতুন যাত্রায় এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট।
প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাভেল বলেন, “দেশের সীমানা পেরিয়ে ‘লিভিং রুম সেশান’ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলো। এ যাত্রায় ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্টকে সাথে পেয়ে আমি আনন্দিত। কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি।”
পাভেল আরিন জানান, নির্ধারিত বিরতির পর ‘লিভিং রুম সেশান’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ১১ জানুয়ারি লন্ডনের বিখ্যাত রেস্তোরাঁ দ্য আইভি টাওয়ার ব্রিজে প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তিসাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে।
আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও দ্বিতীয় সিজনের প্রস্তুতি আগেই নিয়ে রেখেছেন পাভেল। জানালেন, ইতিমধ্যেই চার দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে, আলাপ-আলোচনাও চূড়ান্ত হয়েছে। পাভেল জানান, আন্তর্জাতিক এ ভ্রমণে ‘লিভিং রুম সেশান’-এ হাজির হবে পশ্চিমা বিশ্বের ও এশিয়ার বিভিন্ন দেশের শিল্পী ও মিউজিশিয়ানরা। চমক হিসেবে থাকবেন কিছু বিশ্বজুড়ে জনপ্রিয় মেগাস্টারও। তবে, তা এখন চমক হিসেবেই রাখতে চান পাভেল।
পাভেল বলেন, ‘রেকর্ডিং শুরুর পর আমরা শিল্পীর তালিকা প্রকাশ করবো। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারবো।’
‘লিভিং রুম সেশান’-এ এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, দূরবীন শাহ, হাসান মতিউর রহমান, আবুল সরকার, আলেয়া বেগমের গান প্রকাশিত হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্ল্যাটফর্মে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কণা, ইমরান, ঐশী, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলামকে।
‘লিভিং রুম সেশান’ সিজন ওয়ান-এর গানগুলো এই ক্লিক-এ।