উপরের সারি বাম থেকে ডানে: কানিয়েহতিও হর্ন, ভিনি মালহোত্রা, সেলিন সং, স্যাম এবং অ্যান্ডি জুচেরো, কেভিন ম্যাকডোনাল্ড ও ওয়ানুরি কাহিউ
দ্বিতীয় সারি বাম থেকে ডানে: নিকোলাস মা, আরিয়ান মোয়ায়েদ, ড্যানিয়েল কালুয়া, ইলাইজা উড, নিয় ইমারা ও মাইকেল আলমেয়ারেডা
তৃতীয় সারি বাম থেকে ডানে: ড. মনিকা লোপেজ, ম্যাগি ম্যাক্কে, মারসিয়া স্মিথ, রেইনাল্ডো মার্কাস গ্রিন, ড্যানিয়েলা আলাতোরে ও এভা কাহেন
নিচের সারি বাম থেকে ডানে: স্টিভেন বগনার, কিবওয়ে টাভারেস ও লরা কিম
বিশ্বের সেরা ৫টি স্বাধীন চলচ্চিত্র উৎসবের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল। ৪৬ বছর বয়সী এই উৎসবের এবারের আসর বসতে যাচ্ছে ২৩ জানুয়ারি, ইউটাহ স্টেট-এর পার্ক সিটিতে।
এবারের উৎসবের জন্য সানড্যান্স ইনস্টিটিউট ১৬ জন জুরি সদস্য বা বিচারকের নাম ঘোষণা করেছে, যারা উৎসবে অংশ নেওয়া সিনেমাগুলোর মান বিচার করে পুরস্কার প্রদান করবেন। এছাড়াও আলফ্রেড পি. স্লোন ফিচার ফিল্ম প্রাইজ প্রদানের জন্য ৫ সদস্যের একটি বিশেষ জুরি দল ঘোষণা করা হয়েছে।
১৪ জানুয়ারি উৎসবের ওয়েবসাইটে প্রকাশিত এবারের উৎসবের বিচারকদের তালিকা প্রকাশ হয়েছে। তালিকাটি হলো-
ইউএস ড্রামাটিক প্রতিযোগিতা: রেইনাল্ডো মার্কাস গ্রিন, আরিয়ান মায়েদ ও সেলিন সং।
ইউএস ডকুমেন্টারি প্রতিযোগিতা: স্টিভেন বোগনার, ভিনি মালহোত্রা ও মার্সিয়া স্মিথ।
ওয়ার্ল্ড সিনেমা ড্রামাটিক প্রতিযোগিতা: আভা কাহেন, ওয়ানুরি কাহিউ ও ড্যানিয়েল কালুয়া।
ওয়ার্ল্ড সিনেমা ডকুমেন্টারি প্রতিযোগিতা: দানিয়েলা আলাতোরে, লরা কিম ও কেভিন ম্যাকডোনাল্ড।
শর্ট ফিল্ম প্রোগ্রাম প্রতিযোগিতা: কানিয়েহতিও হর্ন, ম্যাগি ম্যাককে ও কিবউ তাভারেস।
নেক্সট বিভাগ জুরি: এলিজা উড।
আলফ্রেড পি. স্লোন ফিচার ফিল্ম প্রাইজ জুরি: মাইকেল আলমেয়রেডা, নিয়া ইমারা, মনিকা লোপেজ, নিকোলাস মা, স্যাম ও অ্যান্ডি জুচেরো।
বিচারকদের নাম ঘোষণার পর সানড্যান্স ইনস্টিটিউটের পরিচালক ইউজিন হার্নান্দেজ বলেন, ‘এবারের সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের বিচারকদের নিয়ে আমরা ভীষণ আনন্দিত। এই জুরি দল নতুন প্রজন্মের গল্পকারদের চিহ্নিত ও তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
হার্নান্দেজ জানান, জুরি সদস্যদের পাশাপাশি ফেস্টিভ্যালের দর্শকরাও ভোট দিয়ে তাদের প্রিয় চলচ্চিত্র বেছে নিতে পারবেন। যার ভিত্তিতে ইউএস কম্পিটিশন, ওয়ার্ল্ড কম্পিটিশন এবং নেক্সট বিভাগে অডিয়েন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া, ফেস্টিভ্যাল ফেভারিট পুরস্কার জানুয়ারির ৩১ তারিখে ঘোষণা করা হবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ৩১ জানুয়ারি দ্য রে থিয়েটারে।
জানা দরকার, ১৯৭৮ সাল থেকে এই উৎসব হয়ে আসছে। উৎসবের পাশাপাশি বছরজুড়ে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং গল্পকারদের কাজে সহযোগিতা এবং সংরক্ষণে ইনস্টিটিউটের ভূমিকা উল্লেখযোগ্য।
বলা দরকার, এবারই প্রথম যুক্তরাষ্ট্র থেকে সরাসরি উৎসবটি কাভার করতে যাচ্ছে দেশের প্রথম কোনও গণমাধ্যম, বাংলা ট্রিবিউন।