কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার অনুরোধে গাইলেন বাপ্পা মজুমদার। যেমন ঘটনা সচরাচর শোনা যায় না। গানটির নাম ‘বলেছ’। সৈয়দ গালিব হাসানের কথায় গানটির সুর-সংগীতায়োজনও করেছেন বাপ্পা নিজেই।
জানা গেছে, গানটি মূলত তৈরি করা হয়েছিলো রুনা লায়লার একক কণ্ঠর জন্য। কিন্তু সেটি রেকর্ডিং করতে গিয়ে ঘটলো ভিন্ন ঘটনা। যেটিকে বাপ্পা মজুমদার তার জীবনের অন্যতম পাওয়া বলেও মনে করেন।
সেই অভিজ্ঞতা জানিয়ে বাপ্পা বলেন, ‘‘আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল। কারণ, এই কিংবদন্তির জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। মূলত তার জন্যই গানটি তৈরি করেছিলাম। কিন্তু তিনি গানটি শোনার পর নিজ থেকেই বলছিলেন, ‘তুমি বরং আমার সঙ্গে গাও। গানটি ডুয়েট হোক।’ তার মুখ থেকে এই কথাটি শোনার পর আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো মনে হলো। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ, রুনা ম্যামের সঙ্গে গান করতে পারা আমার কাছে এক পরম প্রাপ্তি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে গানটি।’’
বলা দরকার, রুনা লায়লার জন্য এবারই প্রথম গান বাঁধলেন বাপ্পা। গাওয়ার বিচারেও প্রথম। যা শিগগিরই প্রকাশ হবে অন্তর্জালে।