জন্মদিনে সাধারণত উপহার নিয়ে থাকেন সবাই। তবে আঁখি আলমগীরের বেলায় ঘটলো উল্টোটা। তিনি তার শ্রোতা-দর্শকদের উপহার দিলেন। প্রকাশ করলেন নতুন গানচিত্র ‘জানের জান’। অনুষ্ঠানে এসে জানালেন, তিনি নাকি ‘সোনায় সোহাগা’।
বুধবার (৮ জানুয়ারি) রাতে রঙ্গন মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো গানচিত্রটি। এটি লিখেছেন জামাল হোসেন। সুর-সংগীত করেছেন পুণম মিত্র।
গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন অলংকার চৌধুরী ও শিশির সরদার। দেখা মিলেছে কণ্ঠশিল্পী আঁখিকেও।
অনুষ্ঠানে এসে অনেকটাই আবেগাপ্লুত আঁখি। বললেন, ‘আমি জানতাম গানটি প্রকাশ উপলক্ষে ছোট্ট একটি আয়োজন হবে। এসে দেখি অনেক বড় আয়োজন। অনেক গুণী মানুষ এসেছেন। নিজেকে সোনায় সোহাগা মনে হচ্ছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত সবার প্রতি। আমার জন্য সবাই দোয়া করবেন। জন্মদিন উপলক্ষে আমাদের এই ছোট্ট উপহার আপনাদের জন্য।’