ফিরে দেখা ২০২৪, পরিকল্পনা ২০২৫

আমার ক্যারিয়ারে এটি অন্যমাত্রা যোগ করেছে: ভাবনা

নববর্ষের কবিতায় কিবা বলা যায় আর
যা হয়নি বলা শত সহস্রবার
নতুন বছর আসে, পুরানো বছর পিছু হটে
জানি মোরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি জানি বটে...

সেই ১৯১০ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ কবিতায় এই কথাগুলো বলে গেছেন মার্কিন কবি এলা হুইলার উইলকক্স। যে কবিতার ভাবানুবাদ এমন, প্রত্যেকে কিছু স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করে। থাকে কিছু কর্ম পরিকল্পনা। আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতেও চায় সবাই। সে কারণেই, পুরনো হিসাব-নিকাশ সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনায় সামনে তাকাতে চায় সবাই। ব্যতিক্রম নয় শোবিজ তারকারা। ২০২৪ সাল অনেকের ক্যারিয়ারে সুবাতাস বয়ে এনেছিলো, কেউ আবার ছিটকে পড়েছিলেন জীবনের জটিলতায়। নতুন বছরে যেন সবাই কাজ করতে চান নতুন উদ্যমে। তবে প্রত্যেকের ভাবনা আলাদা আলাদা। চলুন জেনে নেওয়া যাক অভিনেত্রী আশনা হাবীব ভাবনার বয়ানে তার সাম্প্রতিক অতীত ও নিকট আগামীর গল্পটুকু- আশনা হাবিব ভাবনা

ফিরে দেখা

গত বছর আমার খুব ভালো গেছে। কারণ আমি প্রথমবারের মতো কান ফিল্ম ফেস্টে গিয়েছিলাম। একেবারেই নতুন একটি অভিজ্ঞতা হয়েছিলো। আমার ক্যারিয়ারে এটি অন্যমাত্রা যোগ করেছে।
 
পরিকল্পনা

নতুন বছরে ভালো কাজ করার প্ল্যান তো থাকেই। শুধু নতুন বছর নয় আমি আসলে প্রতি দিনই ভাবি নতুন নতুন, ভালো ভালো কাজ করার কথা। যাই হোক, একটি নতুন কাজ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছি। তবে আগেই এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। জানুয়ারিতে সবাইকে জানাতে পারবো কাজটার ব্যাপারে।আশনা হাবিব ভাবনাপ্রত্যাশা

প্রত্যাশা বলতে, এইতো নিজের কাজগুলো ভালোভাবে করতে চাই।