নববর্ষের কবিতায় কিবা বলা যায় আর
যা হয়নি বলা শত সহস্রবার
নতুন বছর আসে, পুরানো বছর পিছু হটে
জানি মোরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি জানি বটে...
সেই ১৯১০ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ কবিতায় এই কথাগুলো বলে গেছেন মার্কিন কবি এলা হুইলার উইলকক্স। যে কবিতার ভাবানুবাদ এমন, প্রত্যেকে কিছু স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করে। থাকে কিছু কর্ম পরিকল্পনা। আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতেও চায় সবাই। সে কারণেই, পুরনো হিসাব-নিকাশ সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনায় সামনে তাকাতে চায় সবাই। ব্যতিক্রম নয় শোবিজ তারকারা। ২০২৪ সাল অনেকের ক্যারিয়ারে সুবাতাস বয়ে এনেছিলো, কেউ আবার ছিটকে পড়েছিলেন জীবনের জটিলতায়। নতুন বছরে যেন সবাই কাজ করতে চান নতুন উদ্যমে। তবে প্রত্যেকের ভাবনা আলাদা আলাদা। চলুন জেনে নেওয়া যাক সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের বয়ানে তার সাম্প্রতিক অতীত ও নিকট আগামীর গল্পটুকু-
ব্যক্তিজীবন ও কর্মজীবন মিলিয়ে ২০২৪ সাল খুবই ভালো গেছে। ভালো ভালো গান করা হয়েছে। ভালো ভালো সিনেমায় কাজ করা হয়েছে।
পরিকল্পনা
নতুন বছরে ভালো ভালো কাজ করা নিয়েই প্ল্যান করেছি। বেশি কিছু কাজ করা নিয়ে কথা চলছে, তার মধ্যে আসিফ ভাই (আসিফ আকবর) ও আমার একটা কোলাবরেশন। গানটি জানুয়ারির ৫ তারিখে আসবে। জানুয়ারিতে আমার আর ফুয়াদ ভাইয়ের (ফুয়াদ আল মুক্তাদির) আরও একটি গান আসবে। এছাড়াও ঈদ-উল-ফিতরে আমার একটি একক গান আসবে। পাশাপাশি সিনেমার গান তো করবোই। এমনকি বেশকিছু নাটকের গানও করবো। এই মুহূর্তে আমি স্টেজ প্রোগ্রাম নিয়ে বেশি ব্যস্ত। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিডিউল বুকড করা। এইতো...।
নতুন বছর যেন ভালো ভালো কাজ করতে পারি, এটাই প্রত্যাশা।