হলিউড-বলিউড ছাপিয়ে ১ নম্বরে ‘তুফান’!

বছর শেষে বক্স অফিস থেকে জানা গেলো দারুণ তথ্য। হলিউড-বলিউডের ব্লকবাস্টার ছবিগুলোকে ছাপিয়ে সফল ১০ সিনেমার তালিকায় এক নম্বরে উঠে এলো রায়হান রাফীর ‘তুফান’! এই তালিকায় আরও স্থান পেয়েছে হিমেল আশরাফের ‘রাজকুমার’ ও অনন্য মামুনের ‘দরদ’।

তিনটি ছবির নায়কই একজন, শাকিব খান।

২৬ ডিসেম্বর রাতে সারা বছরের হিসাব কষে এই তালিকাটি প্রকাশ করেছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। বলা দরকার, দেশে কোনও বক্স অফিসের অস্তিত্ব নেই। ফলে বছর শেষে স্টার সিনেপ্লেক্সের হিসাবটাই মূলত দেশের সিনেমা শিল্পের অলিখিত বক্স অফিসের প্রতিচ্ছবি মেলে।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বছরজুড়ে তাদের মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউড, বলিউড ও ঢালিউডের ছবি। সেখান থেকে টিকিট বিক্রির বিচারে বছরের সেরা ১০টি ছবির তালিকা করেছে স্টার কর্তৃপক্ষ। তালিকাটি এমন, ১. তুফান, ২. ডেডপুল অ্যান্ড উলভারিন, ৩. ডাংকি, ৪. গডজিলা ও কং, ৫. ক্রু, ৬. মোয়ানা ২, ৭. ভেনম, ৮. কুং ফু পান্ডা ৪, ৯. রাজুকমার এবং ১০. দরদ।  

সেরা দশ ছবির তালিকাহিসাব মতে, ২০২৪ সালে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশি-বিদেশি ছবিগুলোর মধ্যে সেরা দশে স্থান পাওয়া তিনটি ছবি বাংলাদেশের, পাঁচটি ছবি হলিউডের এবং দুটি ছবি বলিউডের!

বছর শেষে উঠে আসা এই হিসাব প্রসঙ্গে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘এ বছর ‘তুফান’ই একমাত্র সিনেমা, যা ব্যবসার বিচারে সবকিছু ছাপিয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের গত ২০ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে এই ছবিটি। এবার বলিউডের সিনেমা আশাতীত ফ্লপ গেছে। হলিউডের সিনেমা আহামরি চলেনি।’

বলা দরকার, ২০২৪ সালে ঢালিউডের ৫৩টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।