জ্যোতিষীদের নিয়ে অধিকাংশ মানুষ একটি প্রশ্ন করে থাকে। সেটি হলো– ‘জ্যোতিষী নিজের ভাগ্য নিজে দেখে না কেন?’ ‘২ষ’ এর নতুন পর্ব ‘ভাগ্য ভালো’–এর ট্রেলারে এর উত্তর দিয়েছেন জ্যোতিষী চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম। সংলাপে চরিত্রটি বলে, ‘নিজের ভাগ্য নিজে দেখা যায় না। মানা আছে।’ জ্যোতিষী চরিত্রকে উদ্দেশ করে আরেকটি সংলাপে শোনা যায়, ‘ভাগ্য নিয়া জুয়া খেলতাছস’। ট্রেলারের সংলাপগুলো এবং দৃশ্যায়ন দর্শকমনে তৈরি করেছে প্রশ্ন ও কৌতূহল।
এসব প্রশ্নের উত্তর আর কৌতূহল মেটাতে ২৪ ডিসেম্বর দিনগত রাত ১২টায় আসছে চরকি অরিজিনাল ‘২ষ’ এর নতুন পর্ব ‘ভাগ্য ভালো’। এখানে অন্যের ভাগ্য গণনা করতে দেখা যাবে মোশাররফ করিমকে। হাতে আতশ কাচ নিয়ে মানুষের হাত দেখাই তার পেশা, সঙ্গে থাকে তার টিয়া পাখি। পরিচয় জানা নেই, সবাই তাকে জ্যোতিষী নামে চেনেন। এমন একটি চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় এ অভিনেতা।
‘ভাগ্য ভালো’–এর শুটিংয়ের সময়ের একটি অভিজ্ঞতা জানাতে গিয়ে নুহাশ বলেন, ‘জুলাই–আগস্টের সময় আমরা এটার দৃশ্যধারণ করেছিলাম। হঠাৎ দেখি, দূরে একটা জায়গায় অনেক ধোঁয়া উঠছে এবং সেটা আমরা ফ্রেমেও রেখেছি।’
নুহাশ আরও বলেন, ‘‘ওই যে আমাদের বাস্তব জীবনের আতঙ্ক, সেটা আমরা আমাদের গল্পে কানেক্ট করার চেষ্টা করেছি। এরকমই কিছু বিষয় নিয়ে ‘২ষ’ সিরিজের গল্পগুলো। ‘ভাগ্য ভালো’তেও সেরকম একটা সাইকোলজিক্যাল হরর গল্প দর্শক খুঁজে পাবে বলে আশা করছি।”
‘২ষ’ সিরিজে আছে চারটি গল্প। যার তিনটি নুহাশের সঙ্গে লিখেছেন তার মা গুলতেকিন খান।
কাজটি করে নুহাশ ও মোশাররফ– দুজনেই খুব খুশি। অভিনেতা বলেন, ‘আর্টের তো সীমা নেই। তারপরও কাজটা করে আমার পরিচালক খুশি, আমিও খুশি। আমার চরিত্রটা জ্যোতিষীর, সে বস্তিতে থাকে। রিপুর প্রভাবে সে এমন একটা কাজের দিকে এগিয়ে যায়, যা তার করা নিষেধ। গল্পটা আমার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’